সরকার শত চেষ্টা করেও বিরোধী দলের ঐক্য ভাঙতে পারেনি: মান্না

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

সরকার শত চেষ্টা করে, শত প্রলোভন দেখিয়ে, নির্যাতন করে এবং সাজা দিয়েও বিরোধী দলের ঐক্য ভাঙতে পারেনি বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা এবং নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

শুক্রবার (৮ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ লেবার পার্টির উদ্যোগে আয়োজিত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 

বিজ্ঞাপন

মাহমুদুর রহমান মান্না বলেন, আওয়ামী লীগ বলে এখন আর কিছু আছে? শুধু ঢাকা মহানগরের পুলিশ বলুক, তারা এখন থেকে চুপচাপ এবং নিরপেক্ষ থাকবে। তাহলে আওয়ামী লীগ ঘর থেকেও বের হতে পারবেনা। কোনো সভাও করতে পারবেনা। কোনো বিরোধী দলীয় নেতাকে চোখ রাঙিয়ে কথা পর্যন্ত বলতে পারবেনা। সাত জানুয়ারির তথাকথিত নির্বাচন করতে গিয়ে আ.লীগ নিজের দলকে ভেঙে তিন ভাগে ভাগ করেছে। এক দলের মধ্যে তিনটি মার্কা করেছে। এটি নিয়ে তারা নিজদের মধ্যে খুনাখুনি পর্যন্ত করেছে। এ সরকারের প্রতি রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে কারো কোনো বিশ্বাস এবং ভরসা নেই।          

তিনি বলেন, বেলি রোড়ের অগ্নিকাণ্ডে ৪৬ জন মানুষ মারা গেছে। আমরা বলছি আগুনে পুড়ে মানুষ মারা গেছে, কিন্তু মরদেহগুলো যখন বের করা হচ্ছে তখন সেই শরীরগুলো পোড়া ছিল না। কারণ তারা আগুনে পুড়ে মারা যায়নি। আগুনের কারণে যে ধোয়া তৈরী হয়েছে তার জন্যই বেশি মানুষ মারা গেছে। রেস্টুরেন্টের নিচের তালায় সব অগ্নিনির্বাপক যন্ত্র একজায়গায় স্তুপ করে রাখা হয়েছে কিন্তু উপরে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

বিজ্ঞাপন

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আব্দুস সালাম, গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবিব লিংকন, ১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক ও  জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা'র সহ-সভাপতি রাশেদ প্রধান প্রমুখ।