উখিয়া সীমান্তে গুলিতে আহত আনোয়ার মারা গেছেন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কক্সবাজার
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সীমান্তে অস্থিরতা চলাকালীন উখিয়ার রহমতের বিল এলাকায় রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে আহত আনোয়ারুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বৃহস্পতিবার (৭ মার্চ) রাত ১০ টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আনোয়ার।

বিজ্ঞাপন

পালংখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ড রহমতের বিল এলাকার আব্দুস সালামের ছেলে আনোয়ার তিন সন্তানের জনক। নিহত আনোয়ারের দুই মেয়ে, এক ছেলে রয়েছে।

মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী।

বিজ্ঞাপন

গফুর উদ্দির চৌধুরী মুঠোফোনে জানান, গত মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) পালংখালী ইউনিয়নের রহমতের বিল সীমান্ত দিয়ে অস্ত্রসহ অনুপ্রবেশ করা রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন আনোয়ার। এরপর থেকে আনোয়ার কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সর্বশেষ বৃহস্পতিবার রাত ১০ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ার মারা যান তিনি।

উল্লেখ্য, মিয়ানমারের রাখাইনে সেদেশের সেনা বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সাথে সংঘর্ষ চলাকালে বাংলাদেশের সীমান্ত এলাকা উখিয়ার পালংখালীর রহমতের বিল সীমান্ত এলাকা দিয়ে মিয়ানমারের ২৩ জন নাগরিক অনুপ্রবেশ করে।

এসময় স্থানীয়রা তাদেরকে বাধা দিলে অস্ত্রসহ অনুপ্রেশকারী সন্ত্রাসীরা স্থানীয়দেরকে গুলি করলে সেখানে ৫ জন আহত হন, ৫ জনের মধ্যে আনোয়ার গুরুতর আহত হন।

এদিকে ৬ ফেব্রুয়ারি রহমতের বিল সীমান্ত দিয়ে অনুপ্রেশ করা মিয়ানমারের সেই ২৩ নাগরিকের বিরুদ্ধে মামলা করে বিজিবি। যারা এখন রিমান্ড শেষে কারাগারে রয়েছে।