রমজানে মেট্রোরেলে বহন করতে পারবে পানির বোতল

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

আসন্ন রমজানে মেট্রোরেলে ইফতারের সময়ের আগে-পরে ২৫০ এমএল বোতল বহন করা যাবে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমএএন ছিদ্দিক।

রোববার (১০ মার্চ) বিকেলে রাজধানীর ইস্কাটনের প্রবাসীকল্যাণ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থটির ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক।

বিজ্ঞাপন

তিনি বলেন, রমজানে মেট্রোরেলে ইফতারের আগে ও পরে পানির বোতল ব্যবহার করতে পারবে। এক্ষেত্রে অবশ্যই পানির বোতল বিনে ফেলতে হবে। যেখানে-সেখানে ফেলা যাবে না।

এছাড়া ট্রেনের ভেতর ও বাইরে এলইডি স্ক্রিনে ইফতারের সময়সূচি প্রদর্শিত হওয়ার কথাও জানান তিনি। 

বিজ্ঞাপন