পথচারী-কর্মজীবীদের মাঝে কোয়ালিটি লাইফ ফাউন্ডেশন এর ইফতার বিতরণ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

 

রাজধানীর হাতিরঝিল এফডিসি মোর পুলিশ বক্সের পাশের এলাকায় পথচারী ও কর্মজীবীদের মাঝে পুরো রমজান মাসব্যাপী ইফতার বিতরণ কার্যক্রম শুরু করেছে কোয়ালিটি লাইফ ফাউন্ডেশন (কিউএলএফ)।

বিজ্ঞাপন

এসময় আশেপাশের অসংখ্য পথচারী, কর্মজীবী, সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী ব্যক্তিরা ইফতার সংগ্রহ করে । এরকম মানবিক কাজ করার জন্য ইফতার সংগ্রহে আগতরা উদ্যোক্তাদের ধন্যবাদ জানান ।

উক্ত ইফতার বিতরণ কার্যক্রমে স্থানীয় স্বেচ্ছাসেবীদের পাশাপাশি ফাউন্ডেশনের পক্ষ থেকে দলিলুর রহমান ও ইশরাত জাহান উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে দলিলুর রহমান বলেন, 'একদিকে ঢাকায় ভাসমান অসংখ্য মানুষ, যাদের বেশীরভাগই প্রায় সবরকম সুযোগ সুবিধা থেক বঞ্চিত । অন্যদিকে অফিস, কল কারখানায় কাজ শেষে ইফতারের পূর্বে বা সময়ে বাসায় ফেরার পথে কর্মজীবীরা ট্রাফিক জ্যাম ও সময়ের অভাবে রাস্তায় ইফতার করতে বাধ্য হন বা না খেয়েই বাসায় যান। এরকম ভাসমান পথচারী ও কর্মজীবী মানুষের কথা চিন্তা করে ইফতার বিতরণ কার্যক্রম শুরু করেছি ।'

তিনি আরও বলন, 'আমরা পুরো রমজান মাসব্যাপী সরকারী কর্ম দিবস গুলোতে চার সহস্রাধিক পথচারী ও কর্মজীবি রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করবো ।'

এসময় তিনি দেশের বিত্তবান মানুষদেরকে মানবিক কাজে সহায়তা ও অংশগ্রহণের আহ্বান জানান ।