বগুড়ার শেরপুরে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় নজরুল ইসলাম (৫০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার (১৩ মার্চ) সকাল ৭টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর শহরের হাজীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের ঘোড়দৌড় গ্রামের মৃত আরব আলী ফরিরের ছেলে।
জানা যায়, নজরুল ইসলাম একটি বেসরকারি সিগারেট কোম্পানির চাকরি করতেন। মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে অফিসে আসছিল। এ সময় হাজিপুর এলাকায় পৌঁছালে ঢাকাগামী দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে শেরপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. নাদির হোসেন জানান, রাস্তার পশ্চিম পার্শ্ব থেকে পূর্ব দিকে মোটরসাইকেল নিয়ে পার হবার সময় ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জের আবুল ফয়সাল জানান, ট্রাক পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।