বগুড়ায় ফোন চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম,বগুড়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

বগুড়ায় মোবাইল ফোন চুরির অভিযোগে সাওয়াল (২৫) নামের এক যুবককে বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একই পরিবারের তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ মার্চ) রাত সাড়ে ১১ টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবক মারা যান।

বিজ্ঞাপন

সাওয়াল বগুড়া শহরতলীর ছোট কুমিড়া পশ্চিম পাড়ার আজিজুল হকের ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন।

বগুড়ার উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক জালাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, একই এলাকার রেজাউল নামের এক ব্যক্তির বাসা থেকে কয়েকদিন আগে একটি মোবাইল ফোন চুরি হয়। ফোন চুরির অভিযোগ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সাওয়ালকে বাড়ি থেকে ডেকে আনে রেজাউল। এরপর তার বাড়ির পার্শ্বে একটি বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে রেখে রেজাউল তার স্ত্রী ও মেয়ে সাওয়ালকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে সাওয়াল মারা যান।

পুলিশ পরিদর্শক জালাল উদ্দিন বলেন, এঘটনায় রাতেই রেজাউল তার স্ত্রী সানু ও মেয়ে আশাকে গ্রেফতার করা হয়েছে। নিহত সাওয়ালের বাবা আজিজুল হক গ্রেফতার তিনজনসহ পাঁচজনের নামে থানায় মামলা করেছেন।