গফরগাঁওয়ে তালা ভেঙে দোকানের মালামাল লুট

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম,ময়মনসিংহ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

ময়মনসিংহের গফরগাঁওয়ে দিনেদুপুরে দোকানের তালা ভেঙে নগদ টাকাসহ প্রায় ৩ লক্ষ টাকার মালামাল লুটে নিল দুর্বৃত্তরা।

শুক্রবার (১৫ মার্চ) সকাল ৯টায় উপজেলার রাওনা ইউনিয়নের দীঘা গ্রামে শিবগঞ্জ-গয়েশপুর সড়কে দীঘা গ্রামের মৃধাবাড়ী সংলগ্ন রতন পুলিশের (অব.) কাপড়ের দোকানের এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

দোকান মালিক (অব.) পুলিশ সদস্য রতন মিয়া জানান, সকালে দোকান বন্ধ করে বাড়িতে চলে আসি। পরে সংবাদ পাই দুর্বৃত্তরা আমার দোকান লুট করছে। তারপর দোকানে গিয়ে দেখি দুর্বৃত্তরা নগদ ৫০ হাজার টাকাসহ দোকানের মালামাল কাপড় নিয়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান দুর্বৃত্তরা প্রাইভেট কার দিয়ে এসে মাত্র ১০ মিনিটেই তালা ভেঙে নগদ টাকাসহ ৩ লক্ষ টাকার মালামাল লুটে নিয়ে যায়।

এ বিষয়ে গফরগাঁও থানায় অভিযোগের প্রস্তুতি চলছে বলেও জানান রতন মিয়া।

বিজ্ঞাপন

গফরগাঁও থানার ওসি শাহিনুজ্জামান খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।