নিহত অর্নব রাজনৈতিক গ্রুপের সাথে জড়িত নয়: পুলিশ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা
  • |
  • Font increase
  • Font Decrease

জামাল হাসান অর্নব

জামাল হাসান অর্নব

কুমিল্লা নগরীর শাসনগাছা এলাকায় দু'গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত জামাল হাসান অর্নব (২৭) কোনো রাজনৈতিক গ্রুপের সদস্য নয় বলে জানান কুমিল্লার পুলিশ সুপার (এসপি) আব্দুল মান্নান।

শুক্রবার (১৫ মার্চ) বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করে তিনি এসব কথা বলেন। 

বিজ্ঞাপন

তিনি বলেন, ঘটনার সাথেও সে জড়িত নয়। জুম্মার নামাজ পড়ে বের হয়ে এই সংঘর্ষে গুলিবিদ্ধ হয় সে। 

পুলিশ সুপার বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাস্তার দুই পাড়ের দুটি বাড়ীর (মোল্লা বাড়ি ও দফাদার বাড়ি) লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। নিহত অর্নব কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্র। পাশাপাশি স্থানীয় একটি বাস কাউন্টারে চাকরী করতো। এই ঘটনার সাথে অর্নব জড়িত নয়। সে জুম্মার নামাজ পড়ে বের হয়ে এই সংঘর্ষে জড়িয়ে গুলিবিদ্ধ হয়।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ঘটনার বিস্তারিত জানতে ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সংস্থা এখানে কাজ করছে। আমরা জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছি। খুব শীঘ্রই দোষীদের গ্রেফতার করা হবে।

এর আগে দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয় আরও ৩ জন। তাদেরকে নগরীর ট্রমা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।