বাজার নিয়ন্ত্রণে নজরদারি নেই, সরকারের নজর লুটপাটে: ডা. শাহাদাত

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

বাজার নিয়ন্ত্রণে নজরদারি নেই, সরকারের নজর লুটপাটে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন।

শুক্রবার (১৫ মার্চ) বিকালে নগরীর অলংকার মোড়স্থ আলিফ হোটেলে পবিত্র মাহে রমজান উপলক্ষে আকবর শাহ থানা জাসাসের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

শাহাদাত বলেন, ৭ জানুয়ারী ডামি নির্বাচনের পর ডামি সরকার নতুন দুরভিসন্ধিতে লিপ্ত রয়েছে। নির্বাচনের পর তারা দেশ ও দেশের জনগণকে মহাসংকটে ফেলে দিয়েছে। নিত্য পণ্যের বাজার এখন অস্থির। বর্তমানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েছে কয়েক গুন। মানুষ এখন অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে। একটা ভয়াবহ অমানবিক পরিস্থিতি বিরাজ করছে।

তিনি আরও বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা। কিন্তু বাজার নিয়ন্ত্রণে সরকারের কোন নজরদারি নেই, সরকারের নজর লুটপাটে। দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ করতে না পেরে সরকার প্রমান করেছে নাগরিক সেবায় তারা ব্যর্থ। বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এখন ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছে ধর্মপ্রাণ মুসলমানের ইফতার ভাঙ্গার কর্মসূচিতে। তারা আবারও টার্গেট করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারকে।

বিজ্ঞাপন

তিনি অবিলম্বে বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি তেল সহ নিত্য পণ্যের বর্ধিত মূল্য প্রত্যাহার করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার আহবান জানান।

আকবর শাহ থানা জাসাসের সভাপতি আব্দুল হান্নান শিবলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিপন ভান্ডারীর পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাসাসের সদস্য আমিনুল ইসলাম আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আকবর শাহ থানা বিএনপির সভাপতি আবদুস সাত্তার সেলিম, সাধারণ সম্পাদক মাঈনুদ্দীন চৌধুরী মাঈনু প্রমূখ।