নরসিংদীর চরাঞ্চলে সংঘর্ষের ঘটনায় দুই পক্ষের মামলা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,বাতা২৪.কম, নরসিংদী
  • |
  • Font increase
  • Font Decrease

ফাইল ছবি

ফাইল ছবি

নরসিংদী সদর উপজেলার আলোকবালীতে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় অ্যাড. আশাদ উল্লাহর অভিযোগ দায়েরের পর এবার অভিযোগ দায়ের করলেন বর্তমান চেয়ারম্যান দেলোয়ার হোসেন দিপুর সমর্থকের পক্ষ থেকে। এই অভিযোগ পত্রে আলোকবালী ইউনিয়ন আওয়ামীলীগের বর্তমান সভাপতি অ্যাড. আশাদ উল্লাহকে প্রধান অভিযুক্ত করা হয়েছে। এছাড়া এই অভিযোগ পত্রে ২৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০/৩০ জনকে আসামি করা হয়।

গতকাল শুক্রবার রাতে নরসিংদী মডেল থানায় অভিযোগটি দায়ের করেন আলোকবালী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান দেলোয়ার হোসেন দিপুর সমর্থক রায়হান মিয়া।

বিজ্ঞাপন

অভিযোগটি নথিভূক্ত করা হয়েছে কিনা জানতে চাইলে অভিযোগকারী রায়হান মিয়া জানান, গতরাতে নরসিংদী মডেল থানায় ওসির কাছে অভিযোগ জমা দেয়া হয়েছে। এছাড়া অপর পক্ষের অভিযোগটিও ওসির কাছে রয়েছে। আর বিষয়টি নিয়ে এলাকায় আজ বসা হয়েছে বলে তিনি মুঠোফোনে জানান।

এই অভিযোগ থেকে জানা যায়, গত ৯ মার্চ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শিল্পমন্ত্রীকে সংবর্ধনা অনুষ্ঠানে নেতাকর্মীদের নিয়ে নৌকা দিয়ে আসার পথে অ্যাড. আশাদ উল্লাহর লোকজন বাধা। বাধা ডিঙ্গিয়ে সমাবেশে যোগদান শেষে বাড়ি ফেরার পথে অ্যাড. আশাদ উল্লাহর লোকজন অতর্কিতভাবে হামলা চালায়। এই অবস্থায় তারা পাশ্ববর্তী বাখরনাগর এলাকায় আশ্রয় নেয়। তিনদিন পর ১২ মার্চ বাড়িতে ফিরে আসলে প্রতিপক্ষরা তাদেরকে বাড়ি থেকে বের করে ঘরে তালা ঝুলিয়ে দেয়। এই বিষয়ে প্রতিবাদ করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আর এতে করে উভয় পক্ষের ৯জন গুলিবিদ্ধসহ প্রায় ১৫ জন আহত হয় বলে জানা গেছে। পরবর্তীতে নরসিংদী মডেল থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বিজ্ঞাপন

এই ঘটনায় গত বৃহস্পতিবার আলোকবালী ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সভাপতি অ্যাড. আসাদ উল্লাহ বাদী হয়ে নরসিংদী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। তার করা অভিযোগে ৫১ জনের নাম উল্লেখ করা হয় এবং আরও ২০/৩০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

নরসিংদী মডেল থানা পুলিশ জানায়, আলোকবালীর ঘটনায় দুই পক্ষ থেকেই অভিযোগ এসেছে। এখন অভিযোগগুলো তদন্তের জন্য দেয়া হয়েছে।তদন্ত শেষে মামলা হিসেবে নথিভূক্ত করা হবে।