বঙ্গবন্ধুর জন্মদিনে সুবিধাবঞ্চিত ৫০ শিশুর মেট্রোরেলে ভ্রমণ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সুবিধাবঞ্চিত ৫০ শিশুর মেট্রোরেলে ভ্রমণ

সুবিধাবঞ্চিত ৫০ শিশুর মেট্রোরেলে ভ্রমণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ৫০ জন সুবিধাবঞ্চিত শিশুকে নিয়ে মেট্রোরেল আনন্দভ্রমণের আয়োজন করেছে সড়ক ও জনপথ অধিদফতর।

রাজধানীর মতিঝিল মেট্রো স্টেশন থেকে রোববার (১৭ মার্চ) সকাল ১১টা ২০ মিনিটে উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশে ছেড়ে যাওয়া ট্রেনটিতে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে এই ভ্রমণ করা হয়। তবে ফেরার পথে শিশুদের নিয়ে উত্তরা উত্তর স্টেশন থেকে বিআরটিসি বাস ব্যবহার করে তাদেরকে গন্তব্যে পৌঁছে দেওয়া হয়।

বিজ্ঞাপন

এসময় শিশুদের নিয়ে ট্রেন ভ্রমণে ছিলেন সড়ক ও সেতু সচিব আমিন উল্লাহ নুরী।

এসময় সাংবাদিকদের এক প্রশ্নে আমিন উল্লাহ নুরী বলেন, শিশু বা শিক্ষার্থীদের জন্য মেট্রোরেলে হাফ পাস চালু করার সুযোগ নেই। তবে যাদের এমআরটি পাস রয়েছে তারা সবাই টিকেটের মূল্য থেকে ১০ শতাংশ ছাড় পাবেন। শিক্ষার্থীরা যেন এই সুবিধাটা নেন।

তিনি বলেন, মেট্রোরেলে টিকেট মূলত কার্ড সিস্টেম। সেটি মেশিনের সাহায্যে ব্যবহৃত হয়। ফলে কে ছাত্র আর কে ছাত্র না মেশিনের পক্ষে সেটি বোঝা সম্ভব না। এজন্য মেট্রোরেলে হাফ পাস চালু করার সুযোগ নেই।