বাকিতে সবজি না দেওয়ায় হাতাহাতি, ১২ ঘণ্টা পর বিক্রেতার মৃত্যু

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কক্সবাজার
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ উনছিপ্রাং বাজারে কথা-কাটাকাটিকে কেন্দ্র করে চড়-থাপ্পড় ও ঘুষির ১২ ঘণ্টা পর মারা গেলেন- মোক্তার আহমদ (৫০) নামের এক সবজি বিক্রেতা। একই এলাকার মৌলভি রুস্তমের ছেলে বাদশা প্রকাশ পেটু বাদশার সাথে এ ঘটনা ঘটে।

রোববার (১৭ মার্চ) ভোর ৫টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়ার পথে মৃত্যু হয় তার। নিহত সবজি বিক্রেতা উপজেলা হোয়াইক্ষ্যং ইউনিয়নের উনছিপ্রাং এলাকার বাসিন্দা।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী সবজি বিক্রেতা আলী আহমেদ জানান, শনিবার (১৬ মার্চ) দুপুরের পরে তাদের দু’জনের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে। হাতাহাতির একপর্যায়ে দুজনে মাটিতে পড়ে যায়, পরে বাজারের মানুষ এসে ঘটনা সমাধান করে দেয়।

ওই প্রত্যক্ষদর্শী বলেন, হাতাহাতির পর নিহত মোক্তার আমাকে শরীরে খারাপ লাগছে বলে জানিয়েছেন, আমি ডাক্তার দেখাইতে বলেছিলাম, সকালে তার মৃত্যুর খবর পেলাম৷

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী মোহাম্মদ আইয়ুব বলেন, নিহত মোক্তার মৃগী রোগী। মোক্তার ও অভিযুক্ত বাদশার কথা-কাটাকাটি এক পর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। নিহত মোক্তারের মামাতো ভাই কলিম উল্লাহ তাকে চড়-থাপ্পড় মেরে সমাধান করে দেন। পরে বাদশা চলে যায়, সকালে তার মৃত্যুর খবর পেয়েছি৷

নিহতের মেয়ে জানায়, আমার বাবা উনছিপ্রাং বাজারে সবজি বিক্রি করেন। কিছুদিন আগে উনছিপ্রাং এর বাসিন্দা বাদশা প্রকাশ পেটু বাদশা আমার বাবা থেকে সবজি কিনে নিয়ে যায়। গতকাল সবজির বকেয়া টাকা চাইতে গেলে বাদশা উত্তেজিত হয়ে টাকা চাওয়াকে কেন্দ্র করে তর্ক-বিতর্কের সৃষ্টি করে। একপর্যায়ে বাদশা আমার বাবাকে এলোপাতাড়ি চড়-থাপ্পড় ও ঘুসি মারেন। পরে স্থানীয় কয়েকজন তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে তার বাড়িতে পৌঁছে দেন। এরপর বাবা শারীরিকভাবে আরও অসুস্থ হয়ে পড়েন। রোববার ভোরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এবিষয়ে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহাদাত সিরাজী বলেন, ঘটনাস্থলে আমরা পরিদর্শন করেছি। পরবর্তী অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।