বেনাপোল বন্দরে দুই দিন আমদানি, রফতানি বন্ধ

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বেনাপোল (যশোর)
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

ভারতে দোলযাত্রা বা দোল পূর্ণিমা আর বাংলাদেশে ২৬ মার্চ সরকারি ছুটিতে বেনাপোল বন্দর দিয়ে ভারতের সাথে দুদিন আমদানি, রফতানি বাণিজ্য বন্ধের কবলে পড়েছে। তবে এপথে বাণিজ্য বন্ধ থাকলেও স্বাভাবিক রয়েছে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত।

বেনাপোল বন্দর পরিচালক রেজাউল করিম জানান, সোমবার (২৫ মার্চ) ভারতে দোল উৎসবে এদিন কোন পণ্যবাহী ট্রাক বন্দরে ঢুকবে না বলে জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। অপরদিকে মঙ্গলবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটিতে বেনাপোল বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। এতে দুই দিন টানা বন্ধের কবলে পড়ছে বাণিজ্যিক কার্যক্রম। বুধবার সকাল থেকে আবারও এ পথে আমদানি-রপ্তানি বাণিজ্য স্বাভাবিক হবে।

বিজ্ঞাপন

এদিকে বেনাপোল ইমিগ্রেশন ওসি কামরুজ্জামান বিশ্বাস জানান, এপথে দুইদিন আমদানি, রফতানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে।

উল্লেখ্য, প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে প্রায় ৫ শত ট্রাক পণ্য আমদানি আর বাংলাদেশি পণ্য ভারতে রফতানি হয় ২৫০ ট্রাকের কাছাকাছি। আমদানি বাণিজ্য থেকে দিনে সরকারের রাজস্ব আছে ৩০ কোটি টাকার মত। রেল ও সড়ক পথে আমদানি হয় এপথে।

বিজ্ঞাপন