শার্শায় ছেলের ইটের আঘাতে বাবার মৃত্যু

  • সিনিয়র করেসপন্ডেন্ট২৪.কম, বেনাপোল (যশোর)
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪.কম

ছবি: বার্তা ২৪.কম

যশোরের শার্শায় ছেলের ইটের আঘাতে পিতা মহি উদ্দিন (৬২) নিহত হয়েছেন। নিহত মহি উদ্দিন শার্শা উপজেলার কাজিরবেড় গ্রামের মৃত দূর্লভ সরদারের ছেলে।

রোববার (২৪ মার্চ) রাত ১০টার দিকে নিজ বাড়িতে তিনি মৃত্যু বরণ করেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে সোমবার দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করেছে। এছাড়া মাদকাসক্ত ছেলে জনিকে আটক করেছে।

বিজ্ঞাপন

নিহত মহি উদ্দিনের ছেলে জাহিদ হাসান বলেন, গত ১৭ মার্চ রোববার আমার বাবার কাছে ছোট ভাই জনি নেশা করার জন্য টাকা চায় কিন্তু সে টাকা না দিলে দু’জনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে জনি ইট দিয়ে বাবার মাথায় আঘাত করে। গুরুতর আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এক সপ্তাহ হাসপাতালে রাখার পর বাড়িতে নিয়ে আসলে। অবস্থার অবনতি হয়ে রোববার রাতে বাবা মারা যায়।

এ ব্যাপারে শার্শা থানার ওসি (তদন্ত) মিলন কুমার মণ্ডল বলেন, এলাকাবাসীর কাছে খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিহত ব্যক্তির মাথায় আঘাতের চিহ্ন দেখতে পাই। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মাদকাসক্ত ছেলে জনিকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন