স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ভোরের সূর্যের আলো ছড়াতেই জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন। রাষ্ট্রপতির পরেই শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২৬ মার্চ) ভোর ৬টা ৫ মিনিটের দিকে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারা। এসময় শহীদদের প্রতি দেওয়া হয় রাষ্ট্রীয় গার্ড অফ অনার। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সাথে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানান ভুটানের রাজা জিগমে খেসার লামগিয়েল ওয়াংচুক। শ্রদ্ধা জানানো শেষে এক মিনিট নীরবতা পালন করেন সকলেই।

বিজ্ঞাপন

এরপর আওয়ামী লীগ সভাপতি হিসেবে শহীদদের প্রতি পুনরায় শ্রদ্ধা জানান শেখ হাসিনা। এসময় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় শ্রদ্ধা নিবেদনের পরে স্মৃতির মিনারে ঢল নামে লাখো মানুষের। দল মত নির্বিশেষে দেশের শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ।

বিজ্ঞাপন