নওগাঁ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
নওগাঁ জেলার পোরশা উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি আল আমিন (৩৮) নামের এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (২৫ মার্চ) ভোরে সাপাহার উপজেলার হাপানিয়া বিওপির এলাকা দিয়ে চোরাই পথে গরু আনতে ভারতে প্রবেশ করলে এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা যায়, সোমবার ভোর রাতে ভারতীয় ১৫৯ টেক্কা পাড়া বিএসএফ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা নীলমারী ২৩২ পিলার দিয়ে ১ কিলোমিটার ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে টহল দলের সদস্যদের গুলিতে ঘটনাস্থলেই মারা যান আল আমিন।
নগাঁয় বিজিবি ১৬ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ সাদিকুর রহমান জানান, ঘটনাটি প্রাথমিকভাবে জেনেছি। উভয় পক্ষের পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ হস্তান্তরের ব্যবস্থা করা হবে।