বরিশালে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, আহত ২

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

বরিশালের উজিরপুরে কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল অরোহী গুরুতর আহত হয়েছে। 

শুক্রবার (২৯ মার্চ) বিকেলে উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের প্রজেক্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

বিজ্ঞাপন

আহত দুই জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে নেয়া হয়েছে। এর মধ্যে মাদারীপুর জেলার জাফরাবাদ গ্রামের দেলোয়ার হাওলাদারের পুত্র সাগর হাওলাদারের (২৪) পরিচয় জানা গেছে।

বরিশাল উজিরপুর মডেল থানার ওসি জাফর আহমেদ বলেন, একটি কাভার্ড ভ্যান ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে বরিশালগামী মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। গুরুতর আহত হয় মোটর সাইকেলের দুই অরোহী। তাদের উদ্ধার করে প্রথমে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। কিন্তু আশংকাজনক হওয়ায় দুইজনকেই ঢাকা পাঠানো হয়েছে। 

বিজ্ঞাপন

পুলিশ কাভার্ড ভ্যান জব্দ করেছে বলেও জানান তিনি।