ঈদে সকলের মুখে হাসি ফুটাতে নরসিংদীর মনোহরদী ও শিবপুর উপজেলার ১২ শতাধিক প্রান্তিক মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
জেলা প্রশাসক ড. বদিউল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপহার তুলে দেন।
মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিবা খান এর সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইকবাল হোসেন, মেয়র আমিনুর রশিদ সুজন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয়াশীষ সাহা। এদিকে শিবপুর উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোহাম্মদ সজিব এর সভাপতিত্বে শিবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে ঈদ উপহার বিতরণ করেন জেলা প্রশাসক ড. বদিউল আলম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রাবিয়া, প্রেস ক্লাবের সভাপতি খোরশেদ আলম সাধারণ সম্পাদক শেখ মানিক প্রমুখ।
প্রতি প্যাকেট ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ১ কেজি মসুর ডাল, ১ কেজি চিনি, ২ লিটার সয়াবিন তেল, সেমাই ২ প্যাকেট ও নুডুলস ৩ প্যাকেট।
এছাড়া পর্যায়ক্রমে জেলার প্রত্যেকটি উপজেলার প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছে দেয়া হবে বলে জানান জেলা প্রশাসক।