চট্টগ্রামে দুই কুরআন হাফেজের মৃত্যু

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম 
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাউজান উপজেলায় সিএনজিচালিত অটোরিক্সার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দু’জন কুরআনে হাফেজের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- বাঁশখালী উপজেলার বহদ্দারপাড়ার হাফেজ আলী হোসেন ও হাফেজ ছৈয়দ তৌহিদুল ইসলাম।

মঙ্গলবার (২ এপ্রিল) দুপুর ২টায় উপজেলার হাফেজ বজলুর রহমান সড়কের ঢেউয়া হাজীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত সৈয়দ তৌহিদুল ইসলাম বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পুঁইছড়ি গ্রামের মাওলা পাড়ার নওশা মিয়ার ছেলে। তিনি রাউজান পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের আইলীখীল বায়তুন নূর জামে মসজিদের পেশ ইমাম ছিলেন।

একই ঘটনায় আরেক নিহত হাফেজ মাওলানা আলী হোসেন (৪২) বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের শেখের খীল গ্রামের মৃত বজল আহমেদের ছেলে। তিনি আইলীখীল দাওয়াত খোলা বার আউলিয়া আস্তানা শরীফ জামে মসজিদের পেশ ইমাম ছিলেন। তাকে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে রাউজান থানার উপ-পরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন বলেন, দুপুর ২টায় হাজীপাড়ায় সিএনজি অটোরিক্সা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দু’জনের মৃত্যু হয়েছে। ইতোমধ্যেই গাড়ি দুটি জব্দ করা হয়েছে।’

প্রত্যক্ষদর্শী মো. সাজ্জাদ হোসেন বলেন, ‘আমি ঘটনাস্থলের ১০ ফুট দূরত্বে ছিলাম। আওয়াজ শুনে গিয়ে দেখি অটোরিকশা উল্টে খাদে। চালকসহ যাত্রীরা বের হলে তাদের হাসপাতালে পাঠাই। দুই মোটরসাইকেল আরোহী অজ্ঞান অবস্থায় সড়কে পড়ে ছিলেন। এ সময় ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। অপরজনকে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’

উল্লেখ্য, আজ মঙ্গলবার (২ এপ্রিল) দিনব্যাপী চট্টগ্রামের বিভিন্ন জায়গায় বেশ কয়টি অপমৃত্যুর ঘটনা ঘটছে। এরমধ্যে নগরীর চান্দগাঁওয়ে অজ্ঞাত এক নারীর খণ্ডিত মাথা ও হাড়গোড় উদ্ধার করেছে পুলিশ। হাটহাজারী উপজেলায় আত্নীয়ের বাড়িতে ইফতার দিয়ে ফেরার পথে অ্যাম্বুল্যান্সের ধাক্কায় দুই মোটরবাইক আরোহী যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। এছাড়া ফটিকছড়ি উপজেলার ভূজপুরে পানির ডোবায় ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।