বান্দরবানে ২টি ভাল্লুকের শাবক উদ্ধার, আটক ১

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, বান্দরবান
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বান্দরবানের আলীকদম উপজেলা থেকে পুলিশের বিশেষ অভিযানে ২টি ভাল্লুকের শাবক উদ্ধার করা হয়েছে আর এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (০২ এপ্রিল) সকালে বান্দরবান জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক প্রেস বিফ্রিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন বান্দরবানের পুলিশ সুপার সৈকত শাহীন।

বিজ্ঞাপন

এসময় পুলিশ সুপার সৈকত শাহীন জানান, আলীকদম থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে গত ০১ এপ্রিল সন্ধ্যায় বান্দরবানের আলীকদম উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়নের ২নং ওয়ার্ডের শিবাতলী পাড়ার একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে আলীকদম উপজেলার ৩নং ওয়ার্ডের বাসিন্দা শামশুল আলমের পুত্র মো: আলাউদ্দিন (২৪) কে তল্লাশি করলে তার মোটর সাইকেলে থাকা বস্তায় লুকিয়ে রাখা অবস্থায় ২টি ভাল্লুকের শাবক উদ্ধার করা হয়। পরে পুলিশের সদস্যরা ভাল্লুকের শাবক ২টি উদ্ধার করে এবং মো: আলাউদ্দিনকে গ্রেফতার করে।পুলিশ সুপার সৈকত শাহীন আরো জানান, এই ঘটনায় মো:আলাউদ্দিনের বিরুদ্ধে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং উদ্ধার ভাল্লুকের শাবক ২টি ডুলহাজারা সাফারি পার্কে অবমুক্ত করার জন্য আইনগত কার্যক্রম চলমান রয়েছে।