শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের সমাধিতে বিজিবি মহাপরিচালকের শ্রদ্ধা

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বেনাপোল (যশোর)
  • |
  • Font increase
  • Font Decrease

শার্শায় বীরশ্রেষ্ঠ  নূর মোহাম্মদের সমাধিতে বিজিবি মহাপরিচালকের শ্রদ্ধা

শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের সমাধিতে বিজিবি মহাপরিচালকের শ্রদ্ধা

শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের সমাধিতে পুষ্প অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

বুধবার (৩ এপ্রিল) সকাল ১০ টায় শার্শার কাশিপুরে অবস্থিত বীরশ্রেষ্ঠর সমাধিস্থলে শ্রদ্ধা জানান বিজিবি মহাপরিচালক। পরে বিজিবি সৈনিকদের সঙ্গে মত বিনিময় করেন এবং অসহায় স্থানীয় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

বিজ্ঞাপন

এসময় তার সফর সঙ্গী ছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ার হোসেন (ব্যুরো চিফ) বিএসবি, লে: কর্ণেল মোহাম্মদ নজরুল ইসলাম, পিএস টু ডিজি বিজিবি, লে: কর্ণেল মাসুদ পারভেজ রানা, পরিচালক (পরিকল্পনা), সদর দফতর বিজিবি, ক্যাপ্টেন মাজেদুল আলম পৃথু, এডিসি টু ডিজি বিজিবি, যশোর রিজিয়ন, সেক্টর, ব্যাটালিয়ান।

এসময় আরও উপস্থিত ছিলেন, বিজিবির খুলনা সেক্টর কমান্ডার রেজাউল কবির ও ৪৯ ব্যাটালিয়ন বিজিবির পরিচালক লেঃ কর্নেল জামিল আহম্মেদ। বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ শেখের স্মৃতিসৌধে পুষ্প অর্পণ শেষে বেনাপোল সীমান্ত পরিদর্শন করে চেকপোস্ট আইসিপিতে গার্ড অব অনার গ্রহণ করবেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

এদিকে বিজিবি মহাপরিচালকের আগমন উপলক্ষে সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। তবে সময় সংক্ষিপ্ততার কারণে সীমান্তের কোন বিষয় নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেনি বিজিবি প্রধান। বুধবার দুপুর সাড়ে ১২ টায় তিনি ঢাকার উদ্দেশে বেনাপোল সীমান্ত ত্যাগ করেন।

জানা যায়, মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বিজিবির মহাপরিচালক হিসাবে দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম বেনাপোল সীমান্ত পরিদর্শন। এ পরিদর্শন সীমান্তে কর্মরত বিজিবি সদস্যদের মধ্যে দায়িত্ব পালনে আরও উৎসাহ উদ্দীপনা বাড়বে বলে জানা গেছে।