যানজট নিরসনে গাজীপুরের চন্দ্রা সড়কে বসানো হচ্ছে সিসি ক্যামেরা-ড্রোন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাজীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

ঈদকে সামনে রেখে প্রতিনিয়তই ঘরমুখী মানুষের চাপ বাড়ছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে। ফলে যানবাহনে চাপ ও দুর্ভোগ লাঘবে উত্তরবঙ্গের প্রবেশদ্বার গাজীপুরের চন্দ্রা সড়কে বসানো হচ্ছে ৩২ টি অত্যাধুনিক সিসি ক্যামেরা।

ফলে দ্রুত সময়ের মধ্যে সড়কে কোথায় যানজট সৃষ্টি হচ্ছে তা জানা যাবে এবং যানজট নিরসন হবে বলে জানায় হাইওয়ে পুলিশ।

বিজ্ঞাপন

বুধবার (৩ এপ্রিল) দুপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের চন্দ্রা বাস টার্মিনালের আশপাশের এলাকা ঘুরে দেখা যায়, সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট, উড়ালসড়কসহ বিভিন্ন স্থানে ৩২ টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। যার মাধ্যমে কন্ট্রোলরুম থেকে সড়কের যানবাহনের গতিবিধি ও যানজটপূর্ণ স্থানগুলো চিহ্নিত করা যাবে।

এছাড়াও উচ্চ ক্ষমতাসম্পন্ন ড্রোন ক্যামেরার মাধ্যমে আশপাশের সড়কের কয়েক কিলোমিটার অংশ নজরদারিতে রাখা হবে।

বিজ্ঞাপন

এদিকে দুর্ভোগ কমাতে এরই মধ্যে মহাসড়কের ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েনের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

গাজীপুর রিজিয়নের নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন জানান, ঈদে ঘরমুখী মানুষের যাতে কোনো ধরনের দুর্ভোগ না হয় সেই দিক বিবেচনা করে আমরা বিশেষ ব্যবস্থা নিয়েছি। মহাসড়কের বিশেষ স্থানে আমাদের পুলিশ থাকবে। পাশাপাশি উন্নত প্রযুক্তি ব্যবহার হবে। আমরা আশা করি, এবারের ঈদ যাত্রা নির্বিঘ্ন হবে৷