৪ ঘণ্টা পর সালাম জুটমিলের আগুন নিয়ন্ত্রণে

  • ডিস্ট্রিক করেসপনডেন্ট বার্তা২৪.কম খুলনা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

খুলনার রূপসা উপজেলায় জাবুসার মোড় এলাকায় সালাম জুটমিলের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট ও নৌবাহিনীর একটি দল।

এই ঘটনায় এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। অন্যদিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষতি ও উদ্ধার তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানিয়েছে প্রশাসন।

বিজ্ঞাপন

বুধবার (৩ এপ্রিল) সাড়ে ৫টার দিকে জাবুসা চৌরাস্তার মোড় এলাকায় অবস্থিত সালাম জুটমিলের গুদামে আগুন লাগে।

প্রতিষ্ঠানের ম্যানেজার বশির আহম্মেদ জানান, মিলের ৩নং গুদামে অবস্থিত ১টি মেশিনে যান্ত্রিক ত্রুটির কারণে শর্টসার্কিট হয়ে অগ্নিকাণ্ডের সূচনা ঘটে। অল্প সময়ের মধ্যে ২নং এবং ১নং গুদামেও আগুন ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী এম এম এ সালাম জানান, ৩টি গুদামে উৎপাদিত পণ্য ছিলো ৭শ’ ৫০ টন। যার আনুমানিক মূল্য ১ কোটি ৫০ লাখ টাকা এবং কাঁচাপাট ছিলো ১৩শ’ টন। যার আনুমানিক মূল্য প্রায় ২০ কোটি। সব মিলিয়ে প্রায় ১০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

খুলনা ফায়ার সার্ভিসের মো. আব্দুল কাদির জানান, বিকেল ৫টা ৩৮ মিনিটে আমাদের কাছে ফোন আসে। তাৎক্ষণিকভাবে আমাদের ৮টি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে না আসলে আরো ৮টি ইউনিট সেখানে যোগ দেয়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।