লালমনিরহাটে বাড়ির সেপ্টিক ট্যাংকে স্কুলছাত্রের মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লালমনিরহাট
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাড়ির সেপ্টিক ট্যাংকে পরে ওয়াজেদুল ইসলাম তারিফ(১৪) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার(৩ এপ্রিল) রাতে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মৃত স্কুলছাত্র ওয়াজেদুল ইসলাম তারিফ লালমনিরহাট পৌরসভার বিডিআর হাট এলাকার বাসিন্দা হটফুডল্যান্ডের মালিক লেবু মিয়ার ছেলে। সে লালমনিরহাট ক্যান্টন্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের ৮ম শ্রেণির ছাত্র।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, বিকেলে বাড়ির উঠানে একাকি ফুটবল খেলছিল স্কুলছাত্র ওয়াজেদুল ইসলাম তারিফ। এ সময় সেপ্টিক ট্যাংকের ঢাকনা ভেঙে ভিতরে পরে গিয়ে নিখোঁজ হয়। পরে বাড়ির লোকজন তাকে খুঁজতে গিয়ে সেপ্টিক ট্যাংকের ঢাকনা ভাঙ্গা দেখে নিচে তাকে পরে থাকতে দেখতে পায়। পরে খবর পেয়ে লালমনিরহাট ফায়ার সার্ভিসের একটি দল এসে সেপ্টিক ট্যাংক থেকে ওয়াজেদুল ইসলাম তারিফকে উদ্ধার করে। পরে তাকে লালমনিরহাট সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন বার্তা ২৪ কমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বিজ্ঞাপন