তালাবদ্ধ কক্ষ থেকে কোরআনে হাফেজের মরদেহ উদ্ধার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন তালাবদ্ধ একটি কক্ষ থেকে মো. জুনায়েদ (২১) নামে এক কোরআনে হাফেজের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৩ এপিল) রাত সাড়ে ১০টার দিকে বায়েজিদের হাজিরপুল এলাকার সওদাগর কলোনী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

নিহত জুনায়েদ মিরসরাই উপজেলার ওসমানপুর এলাকর প্রবাসী আবু জাফরের ছেলে। তিনি পটিয়ার একটি মাদ্রাসার ছাত্র।

পুলিশ জানিয়েছে, আমরা ৯৯৯-এ কল পেয়ে ঘটনাস্থলেেআসি। ওই বাসাটির বাহির থেকে তালাবদ্ধ ছিল। পরে কেয়ারটেকারের কাছে থাকা চাবি দিয়ে তালা খুলে ভেতরে প্রবেশ করি। এরপর রুমের সঙ্গে লাগানো বাথরুমের থেকে মরদেহটি উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘটনাস্থলে সিআইডির একটি দল এসে আলামত সংগ্রহ করে নিয়ে যায়। ছেলেটি ওই এলাকার পাশে একটি বাসায় থাকত। এবং চান্দগাঁওয়ের একটি মসজিদের তারাবি পড়াত।

বিজ্ঞাপন

মরদেহ ‍উদ্ধারে যাওয়া বায়েজি বোস্তামী থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বার্তা২৪.কমকে বলেন, আমরা তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাইনি। আনুমানিক দুদিন আগের মরদেহ। আঘাতের কোনো আলামত যেহেতু নাই। তাই ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া কিছু বলা যাচ্ছে না। ওই বাসায় যারা থাকতো তাদের কাউকে পাওয়া যায়নি, পলাতক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।