গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়ল প্রায় ৩০ দোকান-ঘর

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

 

চট্টগ্রাম নগরীর সিটি গেটে গ্যাস সিলিন্ডারের আগুনে প্রায় ৩০টি ভাড়া ঘর ও দোকান পুড়ে গেছে।

বিজ্ঞাপন

শনিবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে বাদামতলী মোড় এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ১০টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপণ করে।

কিশোর আচার্য নামের এক স্থানীয় চিকিৎসক বলেন, আমার চেম্বারের পাশে ৮ থেকে ১০টি দোকান ও ২০টির ও বেশি ভাড়ার ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

বিজ্ঞাপন

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন অফিসার খান খল্লিলুর রহমান বলেন, অগ্নিকাণ্ডটি সকাল ১০টা ২০ মিনিটে ঘটে। পরে আমাদের দুইটি ইউনিট ১১টা ৩০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সেখানে একটি হোটেলের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত। এ ঘটনায় প্রায় ৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। উদ্ধার করা হয়েছে ১৮ লাখ টাকার মালামাল।