বরিশালের স্কুলছাত্রীকে ধর্ষণকারী গ্রেফতার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল
  • |
  • Font increase
  • Font Decrease

বরিশালের স্কুলছাত্রীকে ধর্ষণকারী গ্রেফতার

বরিশালের স্কুলছাত্রীকে ধর্ষণকারী গ্রেফতার

বরিশাল জেলার উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের ডহরপাড়া গ্রামের নবম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ করেছে স্থানীয় এক বখাটে। এ ঘটনায় ধর্ষককে আটক করেছে উজিপুর মডেল থানা পুলিশ ।

বুধবার (১৭ এপ্রিল) উজিরপুর মডেল থানা পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

মডেল থানা পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, সোমবার (১৫ এপ্রিল) গভীর রাতে ওই স্কুল ছাত্রী (১৪) মা-বাবার ঘর থেকে দাদির কাছে ঘুমাতে গেলে পথিমধ্যে পাশের বাড়ি দেলোয়ার হোসেনের পুত্র সাজ্জাদ আহমেদ ফরহাদ (২৯) তুলে নিয়ে পাশের বাড়ির পরিত্যক্ত রান্নাঘরে জোরপূর্বক ধর্ষণ করে।

এ ঘটনায় ওই স্কুল ছাত্রীর মা বাদী হয়ে উজিরপুর মডেল থানা একটি মামলা দায়ের করে, তার প্রেক্ষিতে উজিরপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তৌহিদুজ্জামান সোহাগ’র নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে ধর্ষককে গ্রেফতার করেন। উজিরপুর মডেল থানার পুলিশ পরিদর্শক মো. জাফর আহমেদ জানান, এই ঘটনায় অভিযুক্তকে আটক করে মঙ্গলবার (১৬ এপ্রিল) আদালতে হস্তান্তর করা হলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

বিজ্ঞাপন