কটিয়াদীতে গলায় খাবার আটকে শিশুর মৃত্যু

  • উপজেলা করেসপন্ডেন্ট বার্তা ২৪.কম, কটিয়াদী (কিশোরগঞ্জ)
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪.কম

ছবি: বার্তা ২৪.কম

কিশোরগঞ্জের কটিয়াদীতে গলায় খাবার আটকে রাজা সাহা নামে ৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) দুপুরে কটিয়াদী পৌর এলাকার পশ্চিম পাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।

কটিয়াদী পশ্চিমপাড়া রায়মন সাহার বাড়িতে শিশুটিকে খিচুড়ি খাওয়ানোর সময় এ ঘটনা ঘটে। শিশু রাজা সাহা কটিয়াদী পশ্চিমপাড়া মহল্লার রায়মন সাহা বাড়ির সুজন সাহা বংশির একমাত্র ছেলে।

বিজ্ঞাপন

মৃত শিশুটির চাচা মনা সাহা জানান, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাজার জেঠিমা চামচ দিয়ে খিচুড়ি খাওয়ানোর সময় খাবার গলায় আটকে যায়। এমতাবস্থায় তাকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ঈসা খান জানান, শিশুটিকে খিচুড়ি খাওয়ানোর সময় গলায় খাবার আটকে যায়। পরে পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে আসার আগেই দম বন্ধ হয়ে শিশুটি মারা যায়।