চট্টগ্রামে মৃদু ভূমিকম্প, ক্ষয়ক্ষতি নেই

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম ব্যুরো
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মাঝারি মাত্রার ভূমিকম্পে কাঁপল চট্টগ্রাম ও আশপাশের জেলা। শনিবার (২১ এপ্রিল) রাত ১০টা ৪৬ মিনিটের দিকে এই ভূমিকম্প অনুভূত হয়।

ভূমিকম্প পর্যবেক্ষণ ওয়েবসাইট ভলকেনো ডিসকাভারি এই তথ্য নিশ্চিত করেছে। সেখানে বলা হয়, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৭। আর ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিমি। ভূমিকম্পের উৎপত্তিস্থল চট্টগ্রাম থেকর ৪৩ কিলোমিটার উত্তরে রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলায়।

বিজ্ঞাপন

তবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে এমনটা শোনা যায়নি। তবে মানুষেরা কিছুটা কম্পন অনুভূব করেছেন। এরপর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভূমিকম্প নিয়ে কেউ কেউ লেখালেখি করেন।