সেনাবাহিনীতে চাকরি দেয়ার নামে প্রতারণা, গ্রেফতার ২

  • স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

র‍্যাব সদস্যসহ আটককৃতরা, ছবি: বার্তা২৪

র‍্যাব সদস্যসহ আটককৃতরা, ছবি: বার্তা২৪

সেনাবাহিনীতে চাকরি দেয়ার নামে প্রতারণা চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-২। র‍্যাব জানায়, গ্রেফতারকৃতদের একজন ভুয়া মেজর পরিচয় দিয়ে দীর্ঘদিন প্রতারণা করে আসছে।

রোববার (২০ জানুয়ারি) সন্ধ্যায় র‍্যাব-২ এর মিডিয়া উইং থেকে বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞাপন

র‍্যাব জানায়, এই চক্রের মূল হোতা ভুয়া মেজর পরিচয়দানকারী সৈয়দ আবু জাফর জাফর (৬১)। অপর জন হলেন শিল্পী আক্তার (২৯)।

র‍্যাব সূত্রে জানা যায়, সেনাবাহিনীর পোশাক পরিহিত ছবি দেখিয়ে আবু জাফর নিজেকে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর হিসেবে পরিচয় দিত। পরে বেকার যুবকদের সেনাবাহিনী ও নৌবাহিনীর চাকরি দেওয়ার নামে ঢাকায় নিয়ে আসেন।

তারপর ঢাকায় বিভিন্ন ক্লিনিকে তাদের শারীরিক পরীক্ষা করে বিশ্বাসযোগ্যতা গড়ে তোলেন। পরে ভুয়া নিয়োগপত্র দিয়ে এই প্রতারক চক্র বিপুল অর্থ হাতিয়ে নেয়।

রাজধানীর আদাবরের বায়তুল আমান হাউজিংয়ের অভিযান চালিয়ে রোববার ভোরে এই প্রতারক চক্রকে গ্রেফতার করে র‍্যাব ২।