সাবেক স্বাস্থ্যমন্ত্রীকে হেয় প্রতিপন্ন করায় ফুফাতো ভাইয়ের সংবাদ সম্মেলন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মানিকগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেককে হেয় প্রতিপন্ন না করে গঠনমুলক নির্বাচনে অংশগ্রহণের অনুরোধ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে মানিকগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাবেক স্বাস্থ্যমন্ত্রীর ফুফাতো ভাই মো: ইসরাফিল হোসেন।

বৃহস্পতিবার (৯ মে) দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাবের হলরুমে দলীয় নেতাকর্মী ও সদর উপজেলার কয়েকটি ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যানের উপস্থিতিতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ইসরাফিল হোসেন।

বিজ্ঞাপন

লিখিত বক্তব্য পাঠকালে তিনি বলেন, গেলো কয়েকদিন আগে সংবাদ সম্মেলনের মাধ্যমে উদ্দেশ্য ও বিভ্রান্তমূলক বক্তব্য দিয়ে মানিকগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেককে ছোট করেছে উপজেলা চেয়ারম্যান প্রার্থী সুদেব সাহা।

সংবাদ সম্মেলনে সুদেব সাহার আনিত দাবী মিথ্যা উল্লেখ করে ইসরাফিল হোসেন বলেন, সুদেব সাহা আমার (ইসরাফিলের) নেতাকর্মীদেরকে তার পক্ষে কাজ করার জন্য হুমকি-ধামকি দিচ্ছে। বিষয়টি সদর থানা পুলিশকে অবহিত করা হয়েছে। আসন্ন নির্বাচনে সুদেব সাহা নিশ্চিত পরাজয় জেনে এমন মিথ্যা প্রপাগন্ডা ছড়াচ্ছে বলে দাবি করেন ইসরাফিল হোসেন।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে সদর উপজেলার গড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফসার সরকার, জাগীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন, আটিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর এ আলম সরকারসহ জেলা ও উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এসময়ে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গেলো ৭ই মে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও চেয়ারম্যান প্রার্থী ইসরাফিল হোসেনের পক্ষে স্থানীয় এম.পি বিভিন্ন কৌশলে কাজ করছেন বলে অভিযোগ করে সংবাদ সম্মেলন করেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক উপজেলা সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী সুদেব সাহা।

আগামী ২৯ই মে তৃতীয় ধাপে অনুষ্ঠিত হবে মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদের নির্বাচন। নির্বাচনে বর্তমান চেয়ারম্যান মো: ইসরাফিল হোসেন ও সুদেব সাহা ছাড়াও আরও পাঁচজন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।