ঘূর্ণিঝড় 'রেমালের' অবস্থান জানুন স্মার্টফোনের মাধ্যমে

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ঘূর্ণিঝড় 'রেমালের' অবস্থান জানুন স্মার্টফোনের মাধ্যমে

ঘূর্ণিঝড় 'রেমালের' অবস্থান জানুন স্মার্টফোনের মাধ্যমে

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি আজ শনিবার রাত ৯টার মধ্যে ঘূর্ণিঝড় 'রেমালে' রূপ নিতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। ঘূর্ণিঝড়টি সৃষ্টি হলে একটানা বাতাসের গতিবেগ ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে বলে জানানো হয়।

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে উপকূলীয় অঞ্চলে ৩০০ থেকে ৩৫০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে।

বিজ্ঞাপন

এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

টেলিভিশন, রেডিওসহ বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে ঘূর্ণিঝড়ের আপডেট জানা যায়। তবে একটি স্মার্টফোন এবং ইন্টারনেট থাকলে ঘরে বসেই এই ঝড়ের গতিপথ লাইভ দেখতে পাওয়া যাবে। www.windy.com নামের একটি ওয়েবসাইটে ঘূর্ণিঝড়ের গতিবিধি জানা যাবে। প্রতি মুহূর্তের আপডেট জানায় ওয়েবসাইটটি।

বিজ্ঞাপন