শার্শায় ঝড়ে ডাল চাপা পড়ে পথচারীর মৃত্যু

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বেনাপোল (যশোর)
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যশোরের শার্শায় ঝড়ে গাছের ডাল ভেঙে চাপা পড়ে জোহর আলী (৪৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার (১০ জুন) রাত ১০টার দিকে উপজেলার জামতলা টু শার্শা সড়কের রিফা ভাটার সামনে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত জোহর আলী উপজেলার উলাসি ইউনিয়নের বড়বাড়িয়া গ্রামের ছোট খোকার ছেলে। তিনি বেলতলা আমবাজারে সততা থ্রী স্টার ফল ভান্ডার নামের আমের আড়তে কাজ করতেন।

স্থানীয়রা জানান ,জোহর আলী শার্শার বেলতলা আমের বাজারে আড়তে শ্রমিক হিসেবে কাজ করতেন। সারাদিন কাজ শেষে তিনি রাতে সাইকেল যোগে বাড়ি ফিরছিলো। পথিমধ্যে জামতলা-শার্শা সড়কের রিফা ভাটার সামনে পৌঁছালে আকস্মিক ঝড়ে গাছের একটি বড় ডাল এসে জোহর আলীর গায়ের ওপর পড়ে। ডালের চাপায় তিনি গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে সহকর্মীরা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

বিজ্ঞাপন

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিক করে জানান, ডাল ভেঙে পড়ে এক ব্যাক্তির নিহতের ঘটনাটি তিনি লোকমুখে শুনেছেন।