ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল স্কুলছাত্রীর

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রেনের নিচে কাটা পড়ে শোভা আক্তার (১৬) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১১ জুন) দুপুরে ঢাকা-ময়মনসিংহ রেলপথের গফরগাঁও ইউনিয়নের হাতিখলা এলাকায় ঘটনাটি ঘটে।

বিজ্ঞাপন

নিহত শোভা আক্তার পাগলা থানার মশাখালী ইউনিয়নের মুখী গ্রামের মৃত আব্দুল হান্নানের মেয়ে। সে মুখী পল্লী সেবক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী।

গফরগাঁও রেলওয়ে স্টেশনের উপ পরিদর্শক (এসআই) কার্তিক ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

জানা যায়, শুভা আক্তার দুপুরে স্কুল থেকে পরীক্ষা শেষ করে বাড়িতে না গিয়ে নানার বাড়ি বাসুটিয়া গ্রামে যাওয়ার উদ্দেশ্যে ঢাকা-ময়মনসিংহ রেলপথে বেখেয়ালি মনে হেঁটে হাতিখলা এলাকায় পৌঁছলে ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ গামী মহুয়া কমিউটার ট্রেন আসে। ট্রেন চালক সতর্কতা সংকেত দিলেও সে সতর্ক হতে পারেনি। ট্রেনের ধাক্কায় রেললাইনের পাশে ছিটকে পড়ে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা এসে শুভাকে মৃত অবস্থার পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

মুখী পল্লী সেবক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান জানান,নিহত শোভা আক্তার বিজ্ঞান বিভাগের দশম শ্রেণীর শিক্ষার্থী ।

গফরগাঁও রেলওয়ে স্টেশনের উপ পরিদর্শক (এসআই) কার্তিক রায় বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহতের পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে মরদেহটি হস্তান্তর করা জন্য আবেদন করলে মরদেহটি হস্তান্তর করা হয়।