বৃষ্টি হলেই জলজট কটিয়াদী পৌর এলাকায়, নিরসনে মানববন্ধন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কিশোরগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

কিশোরগঞ্জের কটিয়াদী পৌরএলাকার ভোগপাড়াসহ বিভিন্ন মহল্লায় বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। রাস্তা ও আশপাশের বাড়ি ঘরে হাঁটুপানি লেগে থাকে। এতে মহল্লাবাসীর দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। নিম্নমানের রাস্তা তৈরির কিছুদিনের মধ্যে গর্ত হয়ে যাচ্ছে৷ একদিকে রাস্তা খানাখন্দে ভরা অপরদিকে জমে থাকে বৃষ্টির পানি৷ সমস্যার যেন শেষ নেই। একটু বৃষ্টি হলেই কটিয়াদী বাসস্ট্যান্ডে পানি জমে থাকে৷

এমন পরিস্থিতিতে জলাবদ্ধতা থেকে পরিত্রাণের জন্য পৌর এলাকার ভোগপাড়া মহল্লাবাসী বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে।

বিজ্ঞাপন

সরেজমিন দেখা যায়, বৃষ্টি হলেই ভোগপাড়া মডেল মসজিদের রাস্তায় হাঁটুজল লেগে থাকে। আশপাশের বাড়ি ঘরেও হাঁটুজল লেগে থাকার কারণে মহল্লাবাসীসহ সর্বসাধারণের চলাচলে খুবই কষ্ট করতে হয়। পচা দুর্গন্ধ যুক্ত পানি মারিয়ে মসজিদে যাতায়াতের কারণে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ে সমস্যা হচ্ছে। তাছাড়া মসজিদ সংলগ্ন পল্লী বিদ্যুতের জোনাল অফিসে দূরদূরান্ত থেকে আসা গ্রাহকগণ পড়েন চরম ভোগান্তিতে। দুর্গন্ধযুক্ত পানি মারিয়ে অফিসে যেতে হয়।

ভোগপাড়া মহল্লার সাবেক কাউন্সিলর মোশারফ হোসেন বলেন, মাটি ফেলে কালভার্টের মুখ বন্ধ করার পর থেকে এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। মহল্লার ৭-৮শ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। সবেমাত্র বর্ষাকাল শুরু। কালভার্টের মুখ খুলে না দিলে জলাবদ্ধতা দূর হবে না। এতে অত্র এলাকায় বসবাসকারীদের অসুখ বিসুখ লেগেই থাকবে। কেউ কেউ বাড়ি ঘরে তালা দিয়ে অন্যত্র চলে গেছেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় ওসমান মো. সবুজ, মো. রতন মিয়া, মুক্তিযোদ্ধা আক্কাছ মিয়া, বুলবুল ইসলাম, লিটন মিয়া, আফজাল হোসেন, সোহাগ মিয়া প্রমুখ। মানববন্ধন শেষে মানববন্ধনকারীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদের সামনে অবস্থান নেয়।