গ্রীষ্মের ছুটি কমেছে শিক্ষাপ্রতিষ্ঠানে, সাপ্তাহিক ছুটি শুক্র-শনি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মের ছুটি কমলো

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মের ছুটি কমলো

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে এবারের গ্রীষ্মের ছুটি কমানো হয়েছে। আগামী ২ জুলাই শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা থাকলেও এখন নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে বুধবার (২৬ জুন)। তবে শুক্রবারের পাশাপাশি শনিবারও থাকবে সাপ্তাহিক ছুটি।

বৃহস্পতিবার (২০ জুন) শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

ছুটি কমানোর কারণ হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের যুক্তি হলো, নতুন কারিক্যুলামে চলতি বছরে বেশ ঘাটতি রয়েছে। শীত ও অতি গরমের কারণে এবার ১৫ দিনের মতো শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। সেই ক্ষতি পোষাতে গ্রীষ্মের ছুটি কাটছাঁট করা হচ্ছে। সে ক্ষেত্রে শীতকালীন ছুটি কিছুটা বাড়তে পারে বলে জানান শিক্ষামন্ত্রী।

এ ছাড়া সাপ্তাহিক ছুটি শুক্রবারের পাশাপাশি শনিবারের বন্ধ পুনর্বহাল রাখার কারণে গ্রীষ্মের ছুটি কমে যাবে।

শিক্ষাপঞ্জি অনুসারে, এবার ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়েছে ১৩ জুন এবং চলার কথা ছিল ২ জুলাই পর্যন্ত।