মাগুরায় জমির মালিকানা নিয়ে দু’দলের সংঘর্ষ, নিহত ১

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মাগুরা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

মাগুরা সদর উপজেলার বেঙ্গা গ্রামে দু’দলের সংঘর্ষে জাহিদ বিশ্বাস (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২০ জুন) বিকেলে এ ঘটনা ঘটে। নিহত জাহিদ বেঙ্গা গ্রামের কুদ্দুস বিশ্বাসের ছেলে।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ শেখ মেহেদি রাসেল।

তিনি বলেন, বেঙ্গা গ্রামের আনারুল ও আশরাফের মধ্যে স্থানীয় একটি জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। দু’জনই স্থানীয় গ্রাম্য মাতবর। বৃহস্পতিবার বিকেলে আনারুল বিরোধপূর্ণ ওই জমিতে মাটি ফেলতে যায়।

এ সময় আশরাফের ছেলে মেহেদি মাটি ফেলতে বাধা দিলে আনারুলসহ তার লোকজন জাহিদ, নাসির, মেহেদী, আলম হুজুর, রাশেদসহ কয়েজনকে কুপিয়ে আহত করেন। প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত জাহিদ বিশ্বাসকে প্রথমে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে সন্ধ্যায় ঢাকায় নেয়ার পথে ফরিদপুরের কানাইপুর পৌঁছলে অ্যাম্বুলেন্সের মধ্যেই তার মৃত্যু হয়। অন্য আহতদের মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।