গাইবান্ধায় বাস ও মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক রতন মন্ডল (৩২) নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন চালকের স্ত্রী হাজেরা বেগম (২৬)।

শুক্রবার (২১ জুন) দুপুরের দিকে রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার বালুয়া নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত রতন মণ্ডলের বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের বড় জামালপুর গ্রামে। তিনি ওই গ্রামের আনিছুর রহমানের ছেলে। 

দুর্ঘটনার বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান।

এসময় তিনি প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে জানান, আজ দুপুরের দিকে রতন মন্ডল স্ত্রীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে গোবিন্দগঞ্জের দিকে যাচ্ছিলেন। এসময় রংপুরগামী একটি বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক রতন মন্ডল নিহত হন। এসময় গুরুতর আহত হয় তার স্ত্রী হাজেরা বেগম। ঘটনার সাথে সাথেই স্থানীয়রা গুরুতর আহত স্ত্রী হাজেরা বেগমকে উদ্ধার করে চিকিৎসার জন্য গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 

পরে স্থানীয়দের খবরে ঘটনাস্থল থেকে বাসটি আটক করা হয়। ঘটনার পরই বাসটির চালক ও হেলপার পালিয়ে যায়।