নওগাঁয় রাসেলস ভাইপার পিটিয়ে মারলেন এলাকাবাসী

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নওগাঁ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

দেশে চলছে বিষধর সাপ রাসেলস ভাইপার আতঙ্ক। এই আতঙ্কের মধ্যে এবার নওগাঁর ধামইরহাট উপজেলার নেউটা ও রাঙ্গামাটি এলাকায় ২টি রাসেলস ভাইপার ধরা পড়েছে। 

সোমবার (২৪ জুন) বিকেলে স্থানীয়রা ঝোপ-ঝাড়ের মধ্য থেকে সাপ দুটিকে বেড়িয়ে আসতে দেখে। এসময় স্থানীয়রা লাঠি দিয়ে পিটিয়ে সাপগুলোকে মেরে ফেলে। 

বিজ্ঞাপন

ধামইরহাটের স্থানীয় বাসিন্দা রেজাউল হক জানান, ধামইরহাট এলাকায় এর আগেও রাসেলস ভাইপার উদ্ধার হয়েছে। ভারত সীমান্ত সংলগ্ন ও আত্রাই নদী তীরবর্তী এলাকায় ইতিপূর্বে এই সাপ মাঝে মধ্যেই উদ্ধার হয়েছে।

স্থানীয় পাইকবান্দা বনবিট কর্মকর্তা ফরহাদ জাহান জানান, ২০১৫ সাল থেকে এ পর্যন্ত এ অঞ্চলে প্রায় ১০টি রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া সাপ উদ্ধার হয়েছে।

কয়েক বছর আগে ধামইরহাট উপজেলার রাঙ্গামাটি এলাকায় রাসেলস ভাইপারের ছোবলে এক কৃষক আক্রান্ত হয়েছিলেন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে তিনি সুস্থ হন। বেশ কিছুদিন পর আবারও এই সাপের উপদ্রপ বোড়েছে। তাই সকলকে সচেতন থাকার জন্য পরামর্শ দেয়া হচ্ছে জানান বিট কর্মকর্তা ফরহাদ।

এদিকে সাপের উপদ্রব থেকে রক্ষায় জেলা জুড়ে সতর্ক করণ প্রচারনা চালানোর কথা জানান নওগাঁর জেলা প্রশাসক গোলাম মওলা। জেলার প্রতিটি সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে পর্যাপ্ত প্রতিষেধক মজুত রাখা হয়েছে জানান তিনি।