টাঙ্গাইলে লাকড়ি ব্যবহারের দায়ে ইটভাটা বন্ধ, ৩ লাখ টাকা জরিমানা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, টাঙ্গাইল
  • |
  • Font increase
  • Font Decrease

টাঙ্গাইলে লাকড়ি ব্যবহারের দায়ে ইটভাটা বন্ধ করে দেয় ভ্রাম্যমাণ আদালত

টাঙ্গাইলে লাকড়ি ব্যবহারের দায়ে ইটভাটা বন্ধ করে দেয় ভ্রাম্যমাণ আদালত

পরিবেশ আইন তোয়াক্কা না করে টাঙ্গাইলের ভূঞাপুরে কয়লার বদলে কাঠ (লাকড়ি) পোড়ানো ও মজুদ করার দায়ে কবির ব্রিকস নামে একটি ইটভাটাকে তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে ইটভাটাটিকে বন্ধ ঘোষণা করা হয়।

সোমবার (২৫ জুন) সন্ধ্যার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ। অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিমা বিনতে আখতারসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

মামুনুর রশীদ জানান, ভূঞাপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের পাশে কবির ব্রিকসে ইট পোড়ানোর জন্য বিপুল পরিমাণ ব্যবহার নিষিদ্ধ লাকড়ি মজুদ রাখা হয়েছে, এমন সংবাদের ভিত্তিতে ওই ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

তিনি আরও জানান, এসময় বিপুল পরিমাণে লাকড়ি জব্দ করাসহ ইটভাটাকে তিন লাখ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।