চুয়াডাঙ্গায় শুরু হলো দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক উৎসব

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চুয়াডাঙ্গা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: চুয়াডাঙ্গায় লোকজ সাংস্কৃতিক উৎসব

ছবি: চুয়াডাঙ্গায় লোকজ সাংস্কৃতিক উৎসব

চুয়াডাঙ্গায় জমকালো আয়োজনে দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৫ জুন) সন্ধ্যা সাড়ে সাতটায় চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে এ উৎসবের উদ্বোধন করা হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসন এ উৎসবের আয়োজন করেছে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লোকজ সাংস্কৃতিক উৎসবে উদ্বোধন ঘোষণা করেন।

বিজ্ঞাপন

উৎসবটিকে ঘিরে সন্ধ্যার পর থেকেই অনুষ্ঠানস্থলে আসতে থাকেন দর্শকরা। দীর্ঘ সময় পর জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানের শুরুতেই লোক সংগীতের মাধ্যমে উৎসবটিকে প্রাণবন্ত করে তোলেন বাউল শিল্পী মজিদ। নুসরাত জাহান করবির সঞ্চালনায় উৎসবটিকে রাঙিয়ে তোলেন শিল্পীরা। বিভিন্ন ধরনের লোকজ গানে অনুষ্ঠান প্রাঙ্গন মুখর হয়ে ওঠে। শিশু শিল্পীদের লোক গানের পরিবেশনা মুগ্ধ করে উপস্থিত দর্শকদের।

জমকালো সাংস্কৃতিক সন্ধ্যায় অনুষ্ঠানটি উপভোগ করেন চুয়াডাঙ্গা জেলা স্থানীয় সরকারের ভারপ্রাপ্ত উপ-পরিচালক শারমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিজানুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট্র কবীর হোসেন, চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজা, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুন্সি আবু সাইফ প্রমুখ।

অনুষ্ঠানের শেষ পর্বে উপস্থিত অতিথিরা অনুভূতি প্রকাশ করে বলেন, ‘আজকের এই সন্ধ্যায় খুব চমৎকার পরিবেশন দেখলাম। সাহিত্য সাংস্কৃতি বাঙালির প্রাণ। বাংলার ঐতিহ্য ধরে রাখতে হলে লোকজ সাংস্কৃতিক উৎসবের বিকল্প নেই।’