২১ ঘণ্টা পর ময়মনসিংহ-নেত্রকোনায় গ্যাস সরবরাহ চালু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: গ্যাস লাইনের মেরামত চলছে

ছবি: গ্যাস লাইনের মেরামত চলছে

প্রায় ২১ ঘণ্টা বন্ধ থাকার পর ময়মনসিংহ নেত্রকোনায় তিতাসের গ্যাস সরবরাহ চালু হয়েছে।

মঙ্গলবার (২৫ জুন) মেরামত শেষে রাত ৮টার দিকে গ্যাস সরবরাহ চালু হয়। তবে গ্রাহক পর্যায়ে গ্যাস পৌঁছুতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সোমবার (২৪ জুন) রাত ১১টা থেকে ময়মনসিংহ ও নেত্রকোনা জেলায় গ্যাস সরবরাহ বন্ধ করা হয়।

বিজ্ঞাপন

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের নারায়ণপুর গ্রামে মিনিস্টার হাইটেক পার্কের পাশে ডিফেং ইকোনমিক জোন নামে চায়না একটি কোম্পানির পাইলিং করতে গিয়ে ঢাকা-ময়মনসিংহ তিতাস গ্যাস সঞ্চালন পাইপ লাইনটিতে আঘাত করায় ফেটে যায়।

সোমবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। দিনভর গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখলেও মেরামত কাজের জন্য রাত ১১টার পর গ্যাস লাইনে সরবরাহ বন্ধ করা হয় বলে জানান তিতাস গ্যাস কোম্পানি ময়মনসিংহের উপ-ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী কাজী মোহাম্মদ সাইদুল হাসান।

তিনি বলেন, মঙ্গলবার দিনভর মেরামত কাজ শেষে রাত ৮টার দিকে সঞ্চালন লাইনটি চালু করা হয়। লাইনটি একদম ফাঁকা থাকায় গ্রাহক পর্যায়ে সঠিক ভাবে গ্যাস পৌঁছুতে কিছুটা সময় লাগবে।