ফটিকছড়িতে অস্ত্রের মুখে শিক্ষকের সর্বস্ব ছিনতাই

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

চট্টগ্রামের ফটিকছড়িতে অস্ত্রের মুখে বিদ্যালয়ের এক শিক্ষকের নগদ অর্থ, মুঠোফোন ও স্বর্ণালংকার ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

সোমবার (০১ জুলাই) সকালে উপজেলার নাজিরহাট-মাইজভান্ডার সড়কের মাদ্রাসাতুল মদিনার সামনে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয় লোকজন জানান, উপজেলার আজিমনগর আহমদিয়া-রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রাশেদা আক্তার প্রতিদিন ওই সড়ক ধরে বিদ্যালয়ে যাতায়াত করেন। সকালে মেঘ-বৃষ্টি থাকায় নাজিরহাট ঝংকার থেকে সিএনজিচালিত অটোরিকশা উঠে তিনি বিদ্যালয়ে যাত্রা শুরু করেন। অটোরিকশা উঠেন যাত্রীবেশী আরও তিনজন যুবক। গাড়িটি সড়কের মাদ্রাসাতুল মদিনার কাছে গেলেই যাত্রীবেশী তিন ছিনতাইকারী যুবক অস্ত্রের ভয় দেখিয়ে তার সাথে থাকা নগদ অর্থ, মুঠোফোন ও স্বর্ণালংকার ছিনতাই করে পালিয়ে যায়।

শিক্ষক রাশেদা আক্তার বলেন, এমন পরিস্থিতি অকল্পনীয়। আমি ওই সড়ক ধরে প্রতিনিদিন কর্মস্থলে যাতায়াত করি। আমার বাড়ি আর বিদ্যালয় অতি কাছাকাছি। অটোরিকশায় থাকা সবাই উঠতি বয়সি। তারা অস্ত্রের মুখে আমার সর্বস্ব ছিনিয়ে নিয়েছে।

বিজ্ঞাপন

ওই বিদ্যালয়ের শিক্ষক মো. শামীমুল হাসান বলেন, একজন শিক্ষকের সাথে এমন ঘটনায় আমি শিক্ষক হিসেবে ব্যথিত। অবিলম্বে দোষীদের দ্রুত গ্রেফতারপূর্বক আইনের আওতায় আনার আহ্বান জানাচ্ছি।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. নুরুল হুদা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ভুক্তভোগী অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।