ফোন করে ডেকে নিয়ে বিএনপি নেতাকে খুন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

মীর আরমান হোসেন

মীর আরমান হোসেন

চট্টগ্রামের সীতাকুণ্ডে মীর আরমান হোসেন (৪৮) নামে এক বিএনপি নেতাকে ফোন করে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় সলিমপুর ইউনিয়নের জঙ্গলসলিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোবাইল ফোনে ডেকে নিয়ে ছিন্নমূল বস্তি এলাকায় আরমানকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মীর আরমান সীতাকুণ্ড উপজেলা বিএনপির সাবেক বন ও পরিবেশবিষয়ক সম্পাদক এবং চট্টগ্রাম মহানগর ছিন্নমূল বস্তিবাসী সমন্বয় পরিষদের যুগ্ম সম্পাদক ছিলেন। তিনি রাঙ্গুনিয়ার মীর মোতাহের হোসেনের ছেলে।

বিজ্ঞাপন

সীতাকুণ্ড থানার ওসি মো. মজিবুর রহমান বলেন, লোকটিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। আমরা ঘটনার তদন্ত করছি এবং আইনগত পদক্ষেপ নিচ্ছি।

এ হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে দোষীদের গ্রেফতারের দাবি করেছেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মহিউদ্দিন। তিনি বলেন, আরমানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা দোষীদের গ্রেফতার ও বিচারের দাবি জানাই।