টেকনাফ সীমান্তে মাইন বিস্ফোরণে মিয়ানমারের নাগরিক নিহত



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কক্সবাজার
টেকনাফ সীমান্তে মাইন বিস্ফোরণে মিয়ানমারের নাগরিক নিহত

টেকনাফ সীমান্তে মাইন বিস্ফোরণে মিয়ানমারের নাগরিক নিহত

  • Font increase
  • Font Decrease

কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমারের ওপারে মাইন বিস্ফোরণে এক মিয়ানমারের নাগরিক নিহত হয়েছেন। নিহতের নাম মোহাম্মদ আয়াছ। নামটি ছাড়া তার কোন ঠিকানা পাওয়া যায়নি।

মঙ্গলবার (২ জুলাই) দুপুর ২টা ৪৫ এর দিকে কক্সবাজার সদর হাসপাতালে তাকে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তব্যরত চিকিৎসক।

কক্সবাজার সদর হাসপাতাল পুলিশের ইনচার্জ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মাইন বিস্ফোরণে মিয়ানমারের একজন নাগরিক কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে। এখানে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। তাকে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে তাকে যারা নিয়ে এসেছিলো তারা পালিয়ে গেছে।

এর আগে গেলো ২২ জুন টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্তে মাইন বিস্ফোরণের ঘটনায় আনোয়ার নামের মিয়ানমারের এক নাগরিকের পা বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে কক্সবাজার সদর হাসপাতাল ভর্তি করা হলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছিলো।

চাঁদপুরে কুকুরের কামড়ে আহত ২০



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চাঁদপুর
চাঁদপুরে কুকুরের কামড়ে আহত ২০

চাঁদপুরে কুকুরের কামড়ে আহত ২০

  • Font increase
  • Font Decrease

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভা এলাকায় কুকুরের কামড়ে শিশু, নারী, বৃদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (০৪ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত পৌরসভাধীন ৭ ও ৮নং ওয়ার্ডের টোরাগড় এলাকায় এ ঘটনা ঘটে। একদিনে আহত ১১ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

আহতরা হলেন, টোরাগড় গ্রামের সাইফুল (৩৫), শিহাব (১৩), আব্দুর রহমান (৪), রেজিয়া (৭০), বাচ্চু মজুমদার (৬০), মেহরাজ (৬), কাজল (৪০), নুসরাত (১০), ফাহিম (১৬), নুরজাহান (৫) ও মেহেরাজ(৬) ।

এর আগে বুধবার (০৩ জুলাই) বিকালে কুকুরের কামড়ে আহত হয় আরও ৯ জন। তারা জেলার হাজীগঞ্জ উপজেলার তামান্না আক্তার (৯), আশরাফুল (৮), বাদল (২৫), বাচ্চু মজুমদার (৩৫), ফারুক হোসেন (৩৪), কচুয়া উপজেলার সুরাইয়া ইসলাম (৯) ও শাহরাস্তি উপজেলার আরমান হোসেন (২০)।

আহত সিহাবের দাদা জানান, সিহাব ফুটবল খেলতে বাড়ির পাশ্বে মাঠে যায়। সেখানে কুকুর দৌঁড়ে এসে কামড় দেয়।

স্থানীয় বাসিন্দা মো. টিটু জানান, একটি কুকুর দৌঁড়ে এসে যাকেই সামনে পেয়েছে এবং বসতঘরে প্রবেশ করে কয়েকজনকে কামড় দিয়েছে। এতে শিশু, কিশোর, নারী ও বৃদ্ধসহ আহত হয় ২০ জন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. মো. গোলাম মাওলা নঈম জানান, কুকুরের কামড়ে আহতরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহত সবাইকে একটি করে জলাতঙ্ক প্রতিষেধক দেওয়া হয়েছে এবং প্রথম ডোজের ৩ দিন পর দ্বিতীয় ডোজ, ৭ দিন পর তৃতীয় ডোজ এভাবে ৫টি ডোজ (প্রতিষেধ ইনজেকশন) নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

;

রাজধানীতে ৯ কোটি টাকার খাস জমি উদ্ধার



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদুল হাসান অভিযান চালিয়ে ১৭ শতাংশ খাস জমি উদ্ধার করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদুল হাসান অভিযান চালিয়ে ১৭ শতাংশ খাস জমি উদ্ধার করেন।

  • Font increase
  • Font Decrease

ঢাকা জেলা প্রশাসনের মতিঝিল রাজস্ব সার্কেলের আওতাধীন দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা কদমতলী মৌজায় 'ঢাকা ম্যাচ ফ্যাক্টরি' সংলগ্ন প্রায় ৯ কোটি টাকা মূল্যের ১৭ শতক খাস জমি উদ্ধার করেছে‌ জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (০৪ জুলাই) ঢাকা জেলা প্রশাসক আনিসুর রহমান সার্বিক নির্দেশনা ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শিবলী সাদিকের তত্ত্বাবধানে মতিঝিল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদুল হাসান অভিযান চালিয়ে কদমতলী মৌজার সিটি ১নং খতিয়ানের ৭৮১৫ নং দাগের ১৭ শতাংশ খাস জমি উদ্ধার করেন।

একইসঙ্গে খাস জমির সীমানা চিহ্নিত করে লাল নিশান ও মালিকানা সাইনবোর্ড টানিয়ে সরকারের পক্ষে ঢাকা জেলা প্রশাসন এই জমি দখলে নেয়।

জেলা প্রশাসক আনিসুর রহমান বলেন, ঢাকা জেলার বিভিন্ন স্থানে মূল্যবান অনেক খাস জমি ভূমিদস্যু ও দখলদাররা দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে আছে, যেগুলো উদ্ধার ও সংরক্ষণে জেলা প্রশাসন, ঢাকা সর্বদা তৎপর। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে সূত্র জানায়, ঢাকা জেলা প্রশাসক আনিসুর রহমানের নির্দেশে মতিঝিল রাজস্ব সার্কেলের কদমতলী মৌজার ১ নম্বর খতিয়ানের সিটি ৭৮১৫ নং দাগের ১৭ শতক জমি উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বর্তমান বাজার দর প্রায় ৯ কোটি টাকা।

স্থানীয় সূত্রে জানা যায়, উক্ত খাস জমি দীর্ঘদিন ধরে স্থানীয় অসাধু বালু ব্যবসায়ীরা বালু স্টক ও বিক্রয় করে আসছিল।

;

নাটোরে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নাটোর
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার বেড়িলাবাড়ি জামতলা তিনখুঁটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতারা হলেন- দুড়দুড়িয়া ইউনিয়নের উধনপাড়া এলাকার মাহবুব আলমের স্ত্রী মোছাঃ রুবিনা (৩৫) এবং তিন বছরের মেয়ে রোকেয়া।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ জানান, বাঘা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা শেষে মাহাবুল তার স্ত্রী ও মেয়েকে নিয়ে ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন। পথে জামতলা তিনখুঁটি এলাকায় পৌঁছলে কুষ্টিয়া থেকে রাজশাহীগামী একটি মাইক্রোবাস প্রথমে ইজিবাইকে ধাক্কা দেয়। পরে একটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে মা রুবিনা ও বাবার কোল থেকে শিশু রুকাইয়া সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যায়।

ওসি আরও জানান, মাইক্রোবাসের চালককে গ্রেফতারের চেষ্টা চলছে। সেই সঙ্গে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

;

২ দিনের সফরে কাল টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  • Font increase
  • Font Decrease

দুই দিনের সফরে আগামীকাল শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এদিন মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে আয়োজিত পদ্মা বহুমুখী সেতু প্রকল্প নিমার্ণের সমাপনী অনুষ্ঠানের সুধী সমাবেশে অংশ নেবেন তিনি। সমাবেশ শেষে মাওয়া থেকে বিকেল ৫টার দিকে সড়কপথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হবেন।

এদিকে, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় সাজ সাজ রব বিরাজ করছে। জেলাজুড়ে গ্রহণ করা হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। দলীয় প্রধানের আগমনকে ঘিরে পুরো জেলার নেতা-কর্মীদের মধ্যে উদ্দীপনা বিরাজ করছে। আওয়ামী লীগ ও তার সহযোগী সব সংগঠনের নেতা-কর্মীরা অপেক্ষায় রয়েছেন অধীর আগ্রহে।

টুঙ্গিপাড়া পৌঁছে সন্ধ্যা পৌনে ৭টার দিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী। পরদিন শনিবার সকালে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী। পরে বেলা ১১টার দিকে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া (জিটি) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন, ‘এসো বঙ্গবন্ধুকে জানি’ শীর্ষক অ্যালবামের মোড়ক উন্মোচন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

দুপুর ১২টার দিকে নবনির্মিত টুঙ্গিপাড়া মাল্টিপারপাস পৌর সুপার মার্কেট পরিদর্শন করবেন। বিকেল ৪টার দিকে টুঙ্গিপাড়া থেকে সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হবেন।

;