সাংবাদিককে 'হাড্ডি' ভেঙে ফেলার হুমকি, সাবেক এমপির বিরুদ্ধে মামলা



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম,চট্টগ্রাম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

চট্টগ্রামের সাবেক সাংসদ ও বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে হাড্ডি ভেঙে ফেলার হুমকির অভিযোগে মামলা দায়ের করেছেন স্থানীয় এক সাংবাদিক।

বৃহস্পতিবার (৪ জুলাই) বাঁশখালীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল হামিদের আদালতে মামলাটি করেন বাঁশখালী প্রেসক্লাবের সভাপতি শফকত হোসাইন চাটগামী। তিনি স্থানীয় দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চের বাঁশখালী উপজেলা প্রতিনিধি।

আদালত অভিযোগ আমলে নিয়ে বাঁশখালী থানার ওসি তোফায়েল আহমদকে মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী মোশাররফ হোসাইন খাঁন।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, গেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী ঐক্যজোটের প্রার্থী ছিলেন সাংবাদিক শফকত হোসাইন চাটগামী। বাদী শফকত চাটগামীর জনশক্তি কম থাকার সুযোগ নিয়ে আসামি মোস্তাফিজের স্বার্থে কাজ করার জন্য এজেন্ট নিয়োগের প্রস্তাব দেয়। অপরদিকে শফকত হোসাইন চাটগামীসহ সবাই নির্বাচনের ফলাফল মেনে নিলেও মোস্তাফিজ অজানা কারণে ফলাফল প্রত্যাখ্যান করেন। পরবর্তীতে শফকত হোসাইন চাটগামীকে সাথে নিয়ে মোস্তাফিজ হাইকোর্টে মামলা করার প্রস্তাব দিলে তিনি সেই প্রস্তাব মেনে নেননি। শফকত হোসাইন চাটগামী ওই প্রস্তাব প্রত্যাখ্যান করায় মোস্তাফিজ তাকে তখন থেকে শত্রু ভাবতে শুরু করেন।

গত ২৯ জুন আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাঁশখালী উপজেলা সদরে আলোচনা সভা অনুষ্ঠিত সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গফুর বলেন, ‘সাবেক এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরীর মাননীয় প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী জননেত্রী শেখ হাসিনাকে বুঝাতে চেষ্টা করেছেন নিজের বাড়ি না করে সাবেক এমপি মোস্তাফিজুর রহমান দলীয় কার্যালয় নির্মাণ করেছেন। অথচ এটি সম্পূর্ণ মিথ্যা ও ভণ্ডামি। দলীয় কার্যালয় নির্মাণে সাবেক এমপি ব্যাপক চাঁদাবাজি করেছেন। খানখানাবাদের চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দার ৭ লাখ টাকা, সাবেক চেয়ারম্যান বদরুদ্দীন চৌধুরী ৮ লাখ টাকা, চেয়ারম্যান ইবনে আমিন ৫ লাখ টাকা, পুকুরিয়ার আওয়ামী লীগ নেতা মাহবু্ব আলী ১১ লাখ টাকা এবং সাবেক উপজেলা চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী ৩৪ লাখ টাকা দিয়ে অফিস সংলগ্ন ছড়ায় গাইড ওয়াল নির্মাণ করে দেন। এভাবে আরও বহু মানুষের কাছ থেকে টাকা নিয়েছেন সাবেক এমপি মোস্তাফিজ।’

এই বক্তব্যের সূত্র ধরে সাংবাদিক শফকত হোসাইন চাটগামী একটি প্রতিবেদন প্রকাশ করেন। এরই জের ধরে গত ৩০ জুন ব্যক্তিগত মোবাইল নম্বর থেকে ফোন করে সাংবাদিক শফকত হোসাইন চাটগামীকে অকথ্য ভাষায় গালিগালাজ করাসহ প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করেন মোস্তাফিজ। এসময় মোস্তাফিজ ফোন করে সাংবাদিক শফকত হোসাইন চাটগামীকে বলেন, ‘এগুলো কী লিখছস?’ জবাবে সাংবাদিক শফকত হোসাইন চাটগামী বলেন, ‘আমি তো নিজ থেকে কিছু বানিয়ে লিখি নাই। গফুর সাহেব মিটিংয়ে যা বলছে, তা লিখছি আর কি।’ এরপর মোস্তাফিজ বলেন, ‘তোর মায়ের... লিখছস খাং...পোলা। আমি আসতেছি। সু..নির পোলা... আমি ঢাকা থেকে আসলে তোর হাড্ডি-মাংস ভেঙে ফেলবো।’

বাদীর আইনজীবী মোশাররফ হোসাইন খাঁন বলেন, শুনানি শেষে বিজ্ঞ আদালত মামলাটি গ্রহণ করে বাঁশখালী থানার ওসিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

তবে এবিষয়ে সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর বক্তব্য জানতে পারেনি প্রতিবেদক।

মোস্তাফিজুর রহমান চৌধুরী চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসন থেকে ২০১৪ সাল থেকে টানা দুবারের সংসদ সদস্য ছিলেন। গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমানের কাছে পরাজিত হন। অবশ্য ভোট গ্রহণ শেষ হওয়ার আধা ঘণ্টা আগে নির্বাচন কমিশন মোস্তাফিজুর রহমানের প্রার্থিতা বাতিল করে। এর আগে বাঁশখালী থানা কার্যালয়ে হাজির হয়ে মোস্তাফিজুর ওসি তোফায়েল আহমদের দিকে তেড়ে যান। এ কারণে প্রার্থিতা বাতিল করা হয়েছিল। তবে নির্বাচনে মুজিবুর রহমান ৫৭ হাজারের বেশি ভোটে জিতেছিলেন।

মোস্তাফিজুর রহমানের কটূক্তি এবার প্রথম নয়। এর আগে মোস্তাফিজুর রহমান সংসদ সদস্য থাকার সময় দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়েও কটূক্তি করেন। তখনো গাড়িতে বসে করা কটূক্তির ভিডিও ভাইরাল হয়। এ ছাড়া প্রকাশ্যে পিস্তল হাতে মিছিল করেও সমালোচিত হন তিনি।

দাবি আদায় না হওয়া পর্যন্ত ‘বাংলা ব্লকেড’ চলবে



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
আন্দোলনরত শিক্ষার্থীরা

আন্দোলনরত শিক্ষার্থীরা

  • Font increase
  • Font Decrease

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিল করে ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহাল না হওয়া পর্যন্ত ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি চলবে বলে ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

রোববার (৭ জুলাই) রাত ৮টায় কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নাহিদ ইসলাম এ ঘোষণা দেন।

;

কৃষক হত্যা মামলায় নারীসহ ৩ আসামির যাবজ্জীবন



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
নারীসহ ৩ আসামির যাবজ্জীবন, ছবি: সংগৃহীত

নারীসহ ৩ আসামির যাবজ্জীবন, ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ময়মনসিংহের ধোবাউড়ায় কৃষক আ. মান্নান হত্যা মামলায় এক নারীসহ তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের রায় প্রদান করা হয়।

রোববার (৭ জুলাই) বিকেলে পিপি শেখ আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এর আগে গত বুধবার গত বুধবার ৩ জুলাই বিকেলে ময়মনসিংহের বিশেষ জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এই রায় ঘোষণা করেন। তবে, ওই দিন রায়ের অর্ডার কপি প্রকাশিত হয়নি।

এঘটনায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৬ আসামিকে খালাস প্রদান করেন বিচারক। বিচারাধীন অবস্থায় দুই অভিযুক্ত মারা গেছেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মনোয়ারা খাতুন, হযরত আলী ও ইউসুফ আলী। দণ্ডপ্রাপ্ত আসামিরা সবাই পলাতক।

মামলার নথির বরাত দিয়ে তিনি তিনি বলেন, ধোবাউড়া উপজেলার সোহাগী পাড়ায় জমি সংক্রান্ত পূর্ববিরোধে ২০০৯ সালের ৩ জুন আ. মান্নান তার নিজ জমিতে কাজ করার সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করেন। এ ঘটনায় আহত অবস্থায় আ. মান্নান ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এঘটনায় পর দিন নিহতের স্বজন মাওলানা মো. আ. হাই ধোবাউড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

;

সারারাত বাড়ির সামনে অনশন, ভোরে বউ হয়ে ঢুকলেন তরুণী



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

  • Font increase
  • Font Decrease

রংপুরের বদরগঞ্জে অনশনের ১৫ ঘণ্টা পর প্রেমিককে স্বামী হিসেবে পেয়েছেন এক তরুণী। অবশেষে রোববার (৭ জুলাই) ভোরে ওই তরুণীকে বিয়ে করে ঘরে তোলেন ওই তরুণ।

এর আগে, শনিবার (৬ জুলাই) দুপুরে প্রেমিকের বাড়ির সামনে অনশনে বসেন তরুণী। তরুণীকে বাড়িতে আসতে দেখে প্রধান ফটক বন্ধ করে দেন তরুণের স্বজনেরা। কিন্তু বিয়ের দাবিতে অনড় তরুণী ফটকের সামনেই অবস্থান নিয়ে অনশন শুরু করেন। অবস্থা বেগতিক বুঝে অনশনের ১৫ ঘণ্টা পর তরুণ-তরুণীর বিয়ে দেন স্বজনরা।

ওই তরুণ একটি কলেজে অনার্স তৃতীয় বর্ষে পড়েন। তরুণী বলেন, কলেজে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর তরুণ তাকে বিয়ের কথা বলেন। বছর দেড়েকের সম্পর্ক তাদের।

স্থানীয়রা জানান, তরুণ-তরুণী দুজনে প্রেম করেছেন। একসঙ্গে বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করেছেন। রেস্তোরাঁয় খেয়েছেন, দিয়েছেন আড্ডা। তরুণ তার প্রেমিকাকে বিয়ের আশ্বাসও দিয়েছেন। হঠাৎ তরুণীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন তরুণ। এতে তরুণী দিশাহারা হয়ে পড়েন। বিয়ের দাবিতে তরুণী তার প্রেমিকের বাড়িতে গিয়ে ওঠেন।

এ বিষয়ে তরুণী বলেন, কিছুদিন ধরে তাকে এড়িয়ে চলার চেষ্টা করে আসছিলেন তরুণ। সপ্তাহখানেক তার সঙ্গে যোগাযোগ একেবারে বন্ধ করে দেন। বাধ্য হয়ে শনিবার বেলা দুইটার দিকে তিনি ছেলের বাড়িতে যান। কিন্তু ছেলের পরিবারের সদস্যরা বাড়ির প্রধান ফটক বন্ধ করে দেন। এ কারণে তিনি বাড়ির ভেতরে ঢুকতে না পেরে দরজার সামনে অবস্থান নিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন। আশপাশের লোকজনও তার পক্ষে ছিলেন।

নববধূ বলেন, ছেলেটিকে বিয়ে করা ছাড়া আমার কোনো উপায় ছিল না। আমি ওকে ভালোবাসি। আমার জন্য দোয়া করবেন।

প্রতিবেশী ইয়াছিন আলী বলেন, মেয়েটি তার দাবি আদায় করেই ছেড়েছেন। তাদের বিয়ে হওয়ায় প্রতিবেশীরাও খুশি।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হাসান কবীর বলেন, এমন ঘটনা তিনি অবগত আছেন। আইনগত ব্যবস্থা নেওয়ার আগেই বিয়ের মাধ্যমে সমস্যার সমাধান হয়েছে।

;

চাঁদপুরে বিদেশি পিস্তলসহ যুবক আটক



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চাঁদপুর
আটক রমজান সওদাগর।

আটক রমজান সওদাগর।

  • Font increase
  • Font Decrease

চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশ অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ রমজান সওদাগর (২৮) নামে যুবককে আটক করেছে পুলিশ।

রোববার (০৭ জুলাই) বিকেলে আটককৃত যুবকের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর পুলিশ চাঁদপুর আদালতে সোপর্দ করেন।

আটককৃত রমজান সওদাগর উপজেলার সাদুল্ল্যাপুর ইউনিয়নের বেলতলী সওদাগর বাড়ির বারেক সওদাগরের ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার (০৬ জুলাই) গভীর রাতে লোকজন মতলব উত্তর উপজেলার পাশবর্তী গুয়াগাছিয়া বালুয়াকান্দি গ্রামের রমজান সওদাগরকে আটক করে মতলব উত্তর থানার পুলিশকে খবর দেয়।

থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সানোয়ার হোসেন, উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান ও রমিজ উদ্দিন ঘটনাস্থলে গিয়ে রমজান সওদাগরকে জিজ্ঞাসাবাদ করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে নিজ বসতঘর থেকে একটি বিদেশি পিস্তল ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলিসহ উদ্ধার করেন তারা। পরে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. আলমগীর হোসেন রনি বলেন, আটক আসামি রমজান সওদাগরের দেওয়া তথ্যের ভিত্তিতে নিজ বসতঘর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। আজ তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।

;