কৃষক হত্যা মামলায় নারীসহ ৩ আসামির যাবজ্জীবন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
  • |
  • Font increase
  • Font Decrease

নারীসহ ৩ আসামির যাবজ্জীবন, ছবি: সংগৃহীত

নারীসহ ৩ আসামির যাবজ্জীবন, ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ধোবাউড়ায় কৃষক আ. মান্নান হত্যা মামলায় এক নারীসহ তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের রায় প্রদান করা হয়।

রোববার (৭ জুলাই) বিকেলে পিপি শেখ আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, এর আগে গত বুধবার গত বুধবার ৩ জুলাই বিকেলে ময়মনসিংহের বিশেষ জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এই রায় ঘোষণা করেন। তবে, ওই দিন রায়ের অর্ডার কপি প্রকাশিত হয়নি।

এঘটনায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৬ আসামিকে খালাস প্রদান করেন বিচারক। বিচারাধীন অবস্থায় দুই অভিযুক্ত মারা গেছেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মনোয়ারা খাতুন, হযরত আলী ও ইউসুফ আলী। দণ্ডপ্রাপ্ত আসামিরা সবাই পলাতক।

মামলার নথির বরাত দিয়ে তিনি তিনি বলেন, ধোবাউড়া উপজেলার সোহাগী পাড়ায় জমি সংক্রান্ত পূর্ববিরোধে ২০০৯ সালের ৩ জুন আ. মান্নান তার নিজ জমিতে কাজ করার সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করেন। এ ঘটনায় আহত অবস্থায় আ. মান্নান ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এঘটনায় পর দিন নিহতের স্বজন মাওলানা মো. আ. হাই ধোবাউড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।