কোটা পুনর্বহালের প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবরোধ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, টাঙ্গাইল
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ করেছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শনিবার (৬ জুলাই) সকাল ১১টায় শহরের আশেকপুর বাইপাস এলাকায় অবস্থান নিয়ে এ কর্মসূচি শুরু করেন। মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে মহাসড়কের দু’পাশেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

বিজ্ঞাপন

আন্দোলনে শিক্ষার্থীরা বলেন, 'কখনোই আমারা সারাদিন রাস্তায় রাস্তায় আন্দোলন করতে চাই না, আমরা করতে চাই পড়াশোনা। কিন্তু আমাদের কিছু করার নাই। কারণ যে পরিমাণ কোটা, তাতে মেধাবীরা দেশে চাকরি না পেয়ে বাইরে চলে যাবেন। দেশে সরকারি চাকরি করার আগ্রহও হারাবেন।'