আধা ঘণ্টা পর মেট্রো চলাচল শুরু

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মেট্রো চলাচল শুরু

মেট্রো চলাচল শুরু

বিদ্যুৎ সঞ্চালন লাইনে ত্রুটির কারণে আধা ঘণ্টা বন্ধের পর মেট্রোরেল চলাচল শুরু হয়েছে।

রোববার (৭ জুলাই) দুপুর আড়াইটার দিকে শেওড়াপাড়া স্টেশনে গিয়ে মেট্রো চলাচল বন্ধ দেখতে পান বার্তা২৪.কমের প্রতিবেদক।

বিজ্ঞাপন

পরে মেট্রোরেল কর্তৃপক্ষ জানায় বিদ্যুৎ সঞ্চালন লাইনে ত্রুটির কারণে মেট্রো চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

মুফতি এনায়েতুল্লাহ নামের এক চাকরিজীবী বলেন, শেওড়াপাড়া স্টেশনে আধা ঘণ্টা ধরে আটকে আছেন। এসময় স্টেশনে মাইকে ঘোষণা দেওয়া হয়, বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় মেট্রোরেল চলাচল সাময়িকের জন্য বন্ধ আছে।

মেট্রোরেল চালু হওয়ার পর একজন যাত্রী বলেন, ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে একটি ট্রেন চলে যাওয়ার পর আরেকটি আসতে বেশ দেরি হচ্ছে।

এর আগে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ার পর কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলে জানা যায়, দুপুরের দিকে মেট্রোরেল চলাচল হঠাৎ বন্ধ হয়ে যায়।