সারাদেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে শুক্রবার বিক্ষোভ সমাবেশ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

শাহবাগ গোল চত্বর থেকে কর্মসূচি ঘোষণা

শাহবাগ গোল চত্বর থেকে কর্মসূচি ঘোষণা

সরকারি চাকরিতে কোটা সংস্কার ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদের শুক্রবার (১২ জুলাই) বিকেল চারটায় সারাদেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে সাধারণ শিক্ষার্থীদের প্লাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 

বৃহস্পতিবার (১১ জুলাই) রাত ৯টায় শাহবাগ গোল চত্বরে এ ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদুল ইসলাম।

বিজ্ঞাপন

নাহিদুল ইসলাম বলেন, হাইকোর্টের সাথে আমাদের আন্দোলনের কোনো সম্পর্ক নেই। আমাদের আন্দোলন সরকারের নির্বাহী আদেশের সাথে। কোটা সংস্কারের সমস্যা সমাধান করতে পারে সরকারের নির্বাহী আদেশ।

তিনি বলেন, আমাদের সাথে সরকার বা কোনো রাজনৈতিক দলের সাথে সম্পর্ক নেই। এই আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গত ৫ জুন নবম থেকে ১৩ তম গ্রেডের সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য ৩০ শতাংশ কোটা পদ্ধতি বাতিলের সরকারি সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে রায় দিয়েছিল হাইকোর্ট। কয়েকজন মুক্তিযোদ্ধার সন্তানের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে ওই রায় দেয়া হয়েছিল। এর প্রতিবাদ জানিয়ে কোটা সংস্কারের দাবিতে বৃহস্পতিবার ১১তম দিনের মত কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা।